প্রায় ৩ কোটির সোনা-প্রতারণার শিকার সাংসদ শতাব্দী, রাতারাতি গ্রেফতার

প্রায় ৩ কোটির সোনা-প্রতারণার শিকার সাংসদ শতাব্দী, রাতারাতি গ্রেফতার

995cd9699bf493c6243328e9fca61577

 

 কলকাতা: সোনা কিনতে গিয়ে মোটা অঙ্কের প্রতারণার শিকার হলেন খোদ তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ পুরনো সোনার বদলে হলমার্কযুক্ত সোনা কেনার ফাঁদে পা দিয়ে সাংসদকে প্রতারণা করার অভিযোগ উঠেছে৷ প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার সোনার গয়না-সহ কয়েক হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন তৃণমূল সাংসদ৷ তৃণমূল সাংসদকে প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা সুকুমার সামন্ত৷ ধৃতের জামিনের আর্জি খারিজ করে দিয়ে আলিপুর আদালত৷ ২২ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ সম্প্রতি তৃণমূল সাংসদ গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ সেখানে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন সাংসদ৷ তৃণমূল সাংসদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ফৌজদারি মামলা রুজু করেছে বলে খবর৷ শুধু পুলিশ একা নয়, তৃণমূল সাংসদকে প্রতারণার অভিযোগে তদন্তভার নিয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশ৷ গোপন সূত্রে খবর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিশ্বাস অর্জন করতে অভিযুক্ত ব্যক্তি কিছু কাগজপত্র দেখান৷ পরে জানা যায়, ওই কাগজ ভুয়ো৷ ওই কাগজপত্র অভিযুক্ত কীভাবে সংগ্রহ করল, তা জানার কাজ শুরু হয়েছে৷  তবে,  সোনা প্রতারণার বিষয়ে  তৃণমূল সাংসদের কোনও  প্রতিক্রিয়া  যায়নি৷

গত লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে তারকা এই সাংসদ জানিয়েছিলেন, তাঁর আয় ১৪০৯৮৩০.০০ টাকা, ২০১৮-১৯ অর্থবর্ষে৷ স্বামীর আয় ৫,৩৭,১৯০.০০ টাকা, ২০১৮-১৯ অর্থবর্ষে৷ অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩.৮০কোটি টাকা৷ স্বামীর ৪৩.১৩ লক্ষ টাকা৷ স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫.৫০লক্ষ টাকা৷ তাঁর কোনও ঋণ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *