কলকাতা: আগামী ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে অন্য রাজ্যের তিনজন মুখ্যমন্ত্রী অংশ নেবেন। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশে ভিন রাজ্যের বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতার আসার কথা জানিয়েছেন। ওই নেতাদের মধ্যে অবশ্য কংগ্রেসের কেউ নেই।
মুখ্যমন্ত্রীর উল্লেখিত নেতাদের মধ্যে উল্লেখ্যযোগ্য বিজেপি-র ‘বিদ্রোহী’ নেতা শত্রুঘ্ন সিনহা। বিহার থেকে লোকসভায় নির্বাচিত বলিউডের এই নামী ফিল্মস্টার বেশ কিছুদিন ধরে বিজেপি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করছেন। সরকারিভাবে অবশ্য বিজেপি এখনও তাঁকে বহিষ্কার করেনি। তবে আগামী লোকসভা নির্বাচনে তিনি যে আর বিজেপির টিকিট পাবেন না, সেটা নিশ্চিত। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী এবার কোথা থেকে ভোটে দাঁড়াবেন, সেটাই এখন বড় প্রশ্ন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক দুই প্রাক্তন বিজেপি নেতা যাঁরা অটলবিহারী বাজপেয়ির সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তাঁরাও আসছেন তৃণমূলের ব্রিগেড সমাবেশে। এঁরা হলেন যশবন্ত সিনহা ও অরুণ শৌরি। মুখ্যমন্ত্রী ব্রিগেডে ভিন রাজ্যের যে নেতাদের আসার কথা জানিয়েছেন, তাঁদের মধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জেডি (এস)-এর কুমারস্বামী, দিল্লির মুখ্যমন্ত্রী আপ-এর অরবিন্দ কেজরিওয়াল ও অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু আছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী কর্ণাটকের জেডি (এস) নেতা দেবগৌড়াও থাকছেন ব্রিগেডে।