শিলিগুড়ি: দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ছিল উত্তরবঙ্গের তিন আসনে৷ দিনভর বিক্ষিপ্ত অশান্তি হলেও দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রেকর্ড পরিমাণ ভোট পড়ল ইভিএমে৷ বিকেল পাঁচটা পর্যন্ত এই তিন কেন্দ্রে মোট ভোটের হার ৭৫.২৭ শতাংশ৷ গোটা দেশে ভোটের হার ৬১.১২ শতাংশ৷
সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ির ওপর হামলা থেকে শুরু করে চোপড়ায় বেপরোয়া অশান্তির মধ্যেই ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতোই। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল তিনটে পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোটের হার ৭৫.২৭ শতাংশ৷ তারমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, বিকেল তিনটে পর্যন্ত এখানে ভোটের হার ৬১.৮৪ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭১.৩২ শতাংশ ও দার্জিলিংয়ে ৬৩.১৪ শতাংশ ভোট পড়েছে৷ সকাল ৭টা থেকে তিন কেন্দ্রের মোট ৫,৩৯০টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ৷