কলকাতা: করোনা ভাইরাস আবহে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটা তা হলফ করে বুঝেছে সকলে। যদিও এই সময় প্রতারণা হয়নি এমন নয়। বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি হয়েছে। সেই ‘রীতি’ বজায় রয়েছে এখনও। এবার শহর কলকাতা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। সকলেই বেহালা সরশুনার বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- আম আদমি পার্টিতে সোনু? নতুন ভূমিকায় জল্পনা বাড়ালেন অভিনেতা
মেডিক্যাল অক্সিজেন সিলিণ্ডার বিক্রির নামে প্রতারণা করা হয়েছে দিল্লিতে, এই তিনজনের বিরুদ্ধে এমনই অভিযোগ। সেই ভিত্তিতেই বেহালা সরশুনা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম উৎপল ঘোষ, সনু নন্দী এবং সৌমেন মণ্ডল। জানা গিয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতির ফায়দা তুলে একাধিক ব্যক্তিকে ফোন করে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ স্বাস্থ্য বিমা করে দেওয়ার নাম করে প্রতারণা করেছে তারা। এই অভিযোগ জমা পড়েছিল দিল্লি পুলিশের সাইবার শাখায়। সেই প্রেক্ষিতেই কলকাতায় তদন্ত করতে আসে দিল্লি পুলিশের একটা দল। তারপরেই গ্রেফতার করা হয় এই তিনজনকে। পুলিশ সুত্রে খবর, সনু এবং সৌমেনকে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়ান উৎপল। তিনি নিজে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফন্দি আঁটতে শুরু করেছিলেন।