নর্দমায় পড়ে হাজার হাজার রেশন-আধার-ভোটার কার্ড! চক্ষু চড়কগাছ বাসিন্দাদের

নর্দমায় পড়ে হাজার হাজার রেশন-আধার-ভোটার কার্ড! চক্ষু চড়কগাছ বাসিন্দাদের

faa57a6897bb49aaa34de32175386b8d

অশোকনগর: পাড়ার ড্রেনে পড়ে রয়েছে কয়েকশো রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডের মত গুরুত্বপূর্ণ নথি৷ সাত সকালে এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছ’বস্তা নথি উদ্ধারে করেছে৷ যেগুলি রীতিমতো রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ডে ঠাসা৷ সাতসকালে এরকম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার  ২১ নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাড়ার একটি ড্রেনের জল উপছে রাস্তা গড়াচ্ছে দেখে স্থানীয়দের প্রাথমিক ধারণা ছিল ড্রেনের স্লাবের নিচে নিশ্চয়ই কিছু একটা আটকে গিয়েছে। সেই মত স্থানীয় মানুষজন ড্রেনের  স্লাব তুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়!

প্রত্যক্ষদর্শীরা বলেন, এভাবে নর্দমার ড্রেনে হাজারের কাছাকাছি ডিজিটাল রেশন কার্ড এবং পুরাতন রেশন কার্ড সহ বিভিন্ন নামের বিভিন্ন ঠিকানার আধার কার্ড ও ভোটার কার্ডের সচিত্র পরিচয় পত্রের জেরক্স কপি কোথা থেকে এল, আমরা সেটাই বুঝে উঠতে পারছি না৷ উদ্ধার হওয়া রেশন কার্ড, আধার কার্ডের মধ্যে বনগাঁ, রানাঘাট সহ নদীয়া জেলার বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন নামের  রেশন কার্ড  রয়েছে।

তবে বেশির ভাগটাই বনগাঁ লোকসভা কেন্দ্রের বাগদা ব্লকের বিভিন্ন এলাকার। স্বাভাবিকভাবেই উঠে আসছে হাজারও প্রশ্ন৷ স্থানীয় মানুষজনেরা বলছেন, কোথা থেকে এলো এতো কার্ড? কারাই বা ফেলেছে? সব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। তবে ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *