ভোটার তালিকায় এখনও ‘জীবিত’ হাজার-হাজার মৃত ভোটারের নাম! উঠছে গুরুতর অভিযোগ

ভোটার তালিকায় এখনও ‘জীবিত’ হাজার-হাজার মৃত ভোটারের নাম! উঠছে গুরুতর অভিযোগ

fc7ca0e5c57b124b76e77b6c855d8324

কলকাতা: লোকসভা হোক বা বিধানসভা, ভোটের আগে ভোটার তালিকায় গোলমাল নিয়ে বিতর্ক লেগেই থাকে। অনেকক্ষেত্রেই মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে না। ফলে তা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে লেগে যায় দ্বন্দ্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রাজনৈতিক আবহে এবার তেমনি হাজার হাজার মৃত ভোটারের নামের তালিকা জমা পড়ল উত্তর ২৪ পরগনায়।

জানা গেছে, প্রায় ৮৭ হাজার মৃত ভোটারের নাম মূল ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সমস্ত ভোটারদের নাম ও তাঁদের সম্বন্ধে যথাযথ তথ্য খতিয়ে দেখার পরেই তালিকা থেকে তা বাতিল করা হবে। যদিও রাজনৈতিক মহলের দাবি, জেলায় আরও মৃত ভোটারদের নাম রয়েছে, যাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তাঁদের নাম বাতিলের দাবিও জানিয়েছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। কিন্তু নিয়ম মেনে ফর্ম ৭ জমা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সূত্রের খবর, গোটা উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটারের নাম জমা পড়েছে হিঙ্গলগঞ্জ ব্লক থেকে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এদিন জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, ‘‘ফর্ম ৭ নিয়ম মেনেই জমা নেওয়া হয়েছে। বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে খতিয়ে দেখেছেন।’’ নির্বাচন কমিশন নির্ধারিত যথাযথ নিয়ম মেনেই মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

বস্তুত, গত ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর এক মাস ধরে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলেছে। আর তাতেই উত্তর ২৪ পরগনা জেলায় মোট জমা পড়া আবেদন পত্রের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ১৮টি। জেলা প্রশাসন সূত্রের খবর, ফর্ম ৬ অর্থাৎ নতুন ভোটারের নাম নথিভুক্ত করার আবেদন জমা পড়েছে মোট  ৩ লক্ষ ৩৫ হাজার ৮২৩টি। এছাড়া, যাঁরা দেশের বাইরে থাকেন, কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁদের আবেদন বা ফর্ম ৬(এ) জমা পড়েছে ৭টি। ভোটার কার্ডের সংশোধন করতে চেয়ে অর্থাৎ ফর্ম ৮-এর জন্য আবেদন জানিয়েছেন ২লক্ষ ৬৫ হাজার ১২০ জন। ৮ (এ) ফর্ম অর্থাৎ স্থান পরিবর্তনের আবেদন জমা পড়েছে ৪০ হাজার ৯৮৭টি।

ফর্ম ৭-এর সংখ্যা তালিকায় হিঙ্গলগঞ্জের পরেই রয়েছে দেগঙ্গা ব্লক। এছাড়া আমডাঙা, গাইঘাটা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট উত্তর, স্বরূপনগর, হাবড়া, মধ্যমগ্রাম, দমদম উত্তর থেকেও প্রচুর আবেদন জমা পড়েছে। নতুন ভোটারের আবেদন অনুযায়ী এবার উত্তর ২৪ পরগনায় ভোটার সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *