আবার ১,০০০ পার! বঙ্গের ভাইরাস তথ্য আরও জটিল

আবার ১,০০০ পার! বঙ্গের ভাইরাস তথ্য আরও জটিল

c5dc01082d84ff978747d283c3985477

কলকাতা: ১৭৭ দিন পর আবার রাজ্যের দৈনিক আক্রান্ত ১ হাজার পার হল। ওমিক্রন আতঙ্কে এখন গোটা দেশের মানুষের চিন্তা বেড়েছে। একই রকম পরিস্থিতি বাংলারও। আর আজকের ভাইরাস পরিসংখ্যান আরও আতঙ্ক বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় এক লাফে অনেকটা বেড়েছে বঙ্গের আক্রান্তের সংখ্যা।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ১ হাজার ০৮৯ জন। একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্তদের মধ্যে ৫৪০ জন কলকাতার। অর্থাৎ এদিন ফের প্রথম স্থানে তিলোত্তমা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে শহরের সংক্রমণ। এদিকে, সংক্রমণে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৫ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৩২ হাজার ৯০৬ জন। ওদিকে, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৭৪৫ জন। আবার একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ৮০৭ জন। তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা থেকে মুক্ত হয়েছেন ১৬ লক্ষ ০৫ হাজার ৮৩৪ জন। গত ২৪ ঘণ্টায় বাংলার পজিটিভিটি রেট ২.৮৪ শতাংশ।

এদিকে, শেষ পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন৷ এবার জানা গেল, বিদেশ না গিয়েও এদের মধ্যে আক্রান্ত ৪ জন, বিদেশ সফরের রেকর্ড রয়েছে ১ জনের। তাহলে কি বাংলায় ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হল? আতঙ্ক বাড়াচ্ছে এই প্রশ্ন।  নতুন করে আক্রান্তের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। একজন থাকেন দমদমে, অন্যজন হাওড়ার। আরও জানা গিয়েছে, ১০৭ জনের নমুনা জিনোম সিক্যুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যেই ৫ জন ওমিক্রন পজিটিভ এসেছেন। যিনি বিদেশ সফরে গিয়েছিলেন সাম্প্রতিকালে তিনি তানজানিয়া থেকে এসেছিলেন। তবে বাকিদের, যাদের বিদেশ সফরের সাম্প্রতিক কোনও ইতিহাস নেই, তারা কী ভাবে আক্রান্ত হলেন ওমিক্রনে, সেই প্রশ্নের উত্তর আপাতত মিলছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *