কলকাতা: নিখোঁজ অর্ণব রায়কে ফিরিয়ে আনার দাবিতে আগামী ২৫ এপ্রিল কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে অভিযানের ডাক ঐক্যমঞ্চের৷
গত ১৮ এপ্রিল থেকে নদীয়ার নোডাল অফিসার ও নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা আধিকারিক অর্ণব রায়ের অন্তর্ধান রহস্য উন্মোচন করে অবিলম্বে তাঁকে ফিরিয়ে আনার দাবিতে কৃষ্ণনগর জেলাশাসক দপ্তর অভিযানের ডাক শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের৷ মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র বলেন, “যে নির্বাচন কমিশন তার আধিকারিকদের নিরাপত্তা দিতে পারে না, তারা সাধারণ ভোট কর্মীদের নিরাপত্তা দেবে কিভাবে? আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি, এর মধ্যে অর্ণব রায়কে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। না হলে আগামী ২৫ এপ্রিল নদীয়ার কৃষ্ণনগরে জেলা শাসক দপ্তরে সারা বাংলায় শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে আমরা বিক্ষোভ অভিযান করব। কৃষ্ণনগরের টাউনহলে আমরা জমায়েত হব বেলা ১ টায়। সেখান থেকে জেলাশাসকের উদ্দেশ্যে বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।”
রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, “এত দিন পেরিয়ে যাওয়ার পরও কেন অর্ণব রায়ের সন্ধান পাওয়া গেল না? কোন তদন্ত না করেই ডিপ্রেশনের তত্ত্ব খাড়া করা হয়েছে তাঁর বিরুদ্ধে। অবিলম্বে তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। গোয়েন্দা দপ্তর কি করছে? কেন তাদের ঠুঁটো জগন্নাথের মতো করে বসিয়ে রাখা হয়েছে? যারাই নিরাপত্তা দেবে তারাই আজ শিশুর মত অসহায়। আমরা সাধারণ মানুষ তাহলে যাই কোথায়? আসুন দলমত নির্বিশেষে সবাই আমরা অর্ণব রায়কে ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হই।”