Aajbikel

এবারও কি পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: আর মাত্র ২৫ দিনের অপেক্ষা৷ এরপর শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ পুজো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি৷ চলছে পুজোর প্ল্যানিং৷ কেনাকাট শুরু করে ফেলেছেন অনেকেই৷ কেননা, মাসের শুরুতেই খরচ বাঁচিয়ে কেনাকাটা করে রাখতে চাইছেন না অনেকেই৷ কিন্তু, পুজোর সময় ফের বৃষ্টির ভ্রুকুটি দেখছে হাওয়া অফিস৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ দিন
 | 
এবারও কি পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা: আর মাত্র ২৫ দিনের অপেক্ষা৷ এরপর শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ পুজো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি৷ চলছে পুজোর প্ল্যানিং৷ কেনাকাট শুরু করে ফেলেছেন অনেকেই৷ কেননা, মাসের শুরুতেই খরচ বাঁচিয়ে কেনাকাটা করে রাখতে চাইছেন না অনেকেই৷ কিন্তু, পুজোর সময় ফের বৃষ্টির ভ্রুকুটি দেখছে হাওয়া অফিস৷

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ দিন রাজ্য স্বাভাবিক বৃষ্টি হবে৷ এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখার৷ এই মুহূর্তে মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ অবস্থান করছে৷ নিম্নচাপ রেখাটি দিঘার উপরে আবর্তিত রয়েছে৷ ফলে, এর প্রভাবে আগামী দু’তিন দিন বৃষ্টি হবে৷ একই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী ১৫ দিন৷ আগামী অক্টোবারের প্রথম সপ্তাহেও বৃষ্টির ভ্রুকুটি দেখছে হাওয়া অফিস৷ কিন্তু, পুজোর সময় ঠিক কতা বৃষ্টি হবে, তা এখনও জানা না গেলেও বাংলা থেকে মৌসুমী বাসু বিদায় না নিলে অক্টোবরে বৃষ্টির সম্ভবা থেকে যাচ্ছে৷ ফলে, এবারও পুজোয় অসুর হবে বৃষ্টি, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ তবে, পুজোর সময় ঠিক কতটা বৃষ্টি হবে, কোন অংশে বৃষ্টি হতে তা আগামী সপ্তাহে বিস্তারিত জানাতে পারবে হাওয়া অফিস৷

আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মৌসম ভবনের দেওয়া পূর্বাভাস বলছে, ওই সময় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পুজোর আনন্দ মাটি হবে না৷ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে৷ দিন ও রাতের তাপমাত্রার তারতম্য খুবএকটা মালুম হবে না বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস৷

Around The Web

Trending News

You May like