তীব্র জলসঙ্কটে জেরবার বাংলার এই গ্রাম, হয় না ভোটের ইস্যু

হিঙ্গলগঞ্জ: সুন্দরবন অঞ্চলের অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রামগুলিতে গ্রীষ্মের প্রখর দাবদহে তীব্র জলসঙ্কটে নাজেহাল সাধারণ মানুষ। একদিকে ভৌমজলস্তর কমে যাওয়ায় চকপাটলি, ধরমবেড়িয়া, মহিষপুকুর, দুর্গাপুর, বিশপুর, বাইনাড়া, ধানিখালি, রূপামারি, বাকড়া, সান্ডেলেরবিল, কনকনগর প্রভৃতি গ্রামের খাল, বিল, পুকুর শুকিয়ে মানুষের স্নানসহ নিত্যপ্রয়োজনীয় জলের অভাব দেখা যাচ্ছে। এই সমস্ত গ্রাম সহ দুলদুলি, সাহেবখালি, গোবিন্দকাটি কানাইকাটি, রমাপুর, খেজুরবেড়িয়া, টিনপাড়া,

তীব্র জলসঙ্কটে জেরবার বাংলার এই গ্রাম, হয় না ভোটের ইস্যু

হিঙ্গলগঞ্জ: সুন্দরবন অঞ্চলের অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রামগুলিতে গ্রীষ্মের প্রখর দাবদহে তীব্র জলসঙ্কটে নাজেহাল সাধারণ মানুষ। একদিকে ভৌমজলস্তর কমে যাওয়ায় চকপাটলি, ধরমবেড়িয়া, মহিষপুকুর, দুর্গাপুর, বিশপুর, বাইনাড়া, ধানিখালি, রূপামারি, বাকড়া, সান্ডেলেরবিল, কনকনগর প্রভৃতি গ্রামের খাল, বিল, পুকুর শুকিয়ে মানুষের স্নানসহ নিত্যপ্রয়োজনীয় জলের অভাব দেখা যাচ্ছে।

এই সমস্ত গ্রাম সহ দুলদুলি, সাহেবখালি, গোবিন্দকাটি কানাইকাটি, রমাপুর, খেজুরবেড়িয়া, টিনপাড়া, উত্তর রূপামারি, বাশতলি প্রভৃতি গ্রামগুলিতে যথেষ্ট পরিমাণে টিউবওয়েল নেই। আবার কোথাও দু’একটি টিউবওয়েল থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। আবার বায়লানি, বাইনাড়া, ভাণ্ডারখালির মতো কয়েকটি জায়গায় পাইপলাইনের সাহায্যে জল সরবরাহের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নেতারা ভোট চাইতে এলেও জলের কোনও ব্যবস্থা করে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *