এবার দমকল বিভাগেও নিয়োগের সুযোগ পারেন মহিলাও

কলকাতা: এবার দমকল কর্মীর পদে মহিলাদেরও নিয়োগের সিদ্ধান্তের কথা জানালেন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এটা দেশে দৃষ্টান্ত হবে। দমকল দপ্তরে প্রধান সচিব খলিল আহমেদ, ডিজি জগমোহন, দমকলের ডিরেক্টর সমীর চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছিলেন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকের পর স্থির হয়, দমকলের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে শুধু পুরুষ কর্মী নন, নিয়োগ করা হবে

এবার দমকল বিভাগেও নিয়োগের সুযোগ পারেন মহিলাও

কলকাতা: এবার দমকল কর্মীর পদে মহিলাদেরও নিয়োগের সিদ্ধান্তের কথা জানালেন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এটা দেশে দৃষ্টান্ত হবে। দমকল দপ্তরে প্রধান সচিব খলিল আহমেদ, ডিজি জগমোহন, দমকলের ডিরেক্টর সমীর চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছিলেন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকের পর স্থির হয়, দমকলের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে শুধু পুরুষ কর্মী নন, নিয়োগ করা হবে মহিলাও। এই বিষয়টি ক্যাবিনেটে তুলে পাশ করানো হবে। তারপরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জানিয়ে দিলেন দমকলমন্ত্রী। দমকল দপ্তরের এক কর্তার কথায়, বিদেশে প্রচুর জায়গায় মহিলা দমকলকর্মী রয়েছেন। তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দায়িত্ব সম্পাদন করেন। তাহলে এরাজ্যে সেই নিয়োগে বাধা কোথায়? তাই পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়েই তাঁদেরকে ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য পাঠানো হবে। দমকল দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৪৬২৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১১ সালের আগে রাজ্যে ১০০টি দমকল কেন্দ্র তৈরি হয়েছিল। গত সাত বছরে তৈরি হয়েছে ৪২টি। দমকলমন্ত্রীর কথায়, এদিনের বৈঠকে আগুন নেভানোর জন্য আধুনিক মেশিন কেনা বা যেগুলি রয়েছে, সেগুলিকে আরও উন্নতমানের করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। দমকল দপ্তরের কর্মীদের কথায়, ‘দ্য ফর্টি টু’ তে অগ্নিকাণ্ডের সময় ল্যাডার নিয়ে রীতিমতো বিপাকে পড়েছিলেন তাঁরা। কারণ, অত উঁচু ল্যাডার দমকলের কাছে নেই। তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজন আরও আধুনিক এবং উঁচু ল্যাডার। মন্ত্রী এদিন সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =