এবার চার জেলার জেলা শাসককে বদলির ঘোষণা রাজ্যের

কলকাতা: রাজ্য প্রশাসনের রদবদল ঘটানোর পর এবার মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপার৷ ভোটের পর এই প্রথম রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নবান্নে তলব করলেন মুখ্যমন্ত্রী৷ আগামী সাত জুন এই বৈঠক হওয়ার কথা৷ এবার এই বৈঠকের আগে চার জেলার জেলা শাসককে বদল করল রাজ্য সরকার৷ জানা গিয়েছে, বদল হওয়া চার

7121f5abad897cbf308f543070c306e2

এবার চার জেলার জেলা শাসককে বদলির ঘোষণা রাজ্যের

কলকাতা: রাজ্য প্রশাসনের রদবদল ঘটানোর পর এবার মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপার৷ ভোটের পর এই প্রথম রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নবান্নে তলব করলেন মুখ্যমন্ত্রী৷ আগামী সাত জুন এই বৈঠক হওয়ার কথা৷ এবার এই বৈঠকের আগে চার জেলার জেলা শাসককে বদল করল রাজ্য সরকার৷

জানা গিয়েছে, বদল হওয়া চার জেলার জেলা শাসকের তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দার্জিলিং,  আলিপুরদুয়ার ও জলপাইগুলি৷ নবান্ন সূত্রে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনার জেলা শাসকের পদ থেকে অন্তরা আচার্যকে সরিয়ে কেএমডিএর সিইও করা হয়েছে৷ সরানো হয়েছে দার্জিলিংয়ের জেলা শাসক জয়শী সেনগুপ্তকেও৷ ওই পদে সামলাবেন সঞ্জয় বনসল৷ জয়শী সেনগুপ্তকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের যুগ্ম সচিব পদে বদলি করা হচ্ছে৷ আলিপুরদুয়ারের জেলা শাসক পদে আনা হচ্ছে সুরেন্দ্র কুমার মীনাকে৷ জলপাইগুড়ির জেলা শাসক পদ থেকে শিল্পা গৌরীসারিয়াকে সরিয়ে অর্থ দপ্তরের যুগ্ম সচিব পদে পাঠানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *