কলকাতা: জীব-বৈচিত্র্য রক্ষার্থে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবার স্কুলের দেওয়ালে বিভিন্ন ছবি আঁকবে রাজ্য সরকার৷ সম্প্রতি রাজ্য জীব-বৈচিত্র্য পর্ষদের বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী আর্থিক বর্ষে (২০১৯-২০) রাজ্যের প্রায় এক হাজার স্কুলে এরকম ‘দেওয়াল চিত্র’ আঁকা হবে। তবে প্রাথমিকভাবে এই আর্থিক বর্ষেও (২০১৮-১৯) একাধিক স্কুলে এই পরিকল্পনা কাজ শুরু করা হচ্ছে। রাজ্য জীব-বৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান অশোককান্তি সান্যাল বলেন, ইতিমধ্যে একাধিক স্কুল থেকে আবেদনপত্র তাদের কাছে জমা দেওয়া হয়েছে। সেগুলি বাছাই করে খুব শীঘ্রই এই পরিকল্পনার কাজ শুরু করা হবে। তবে দেওয়ালে কী ছবি আঁকা হবে? সেবিষয়ে অশোকবাবু বলেন, এখনও এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একজন শিল্পীকে দিয়ে একটি মডেল চিত্র আঁকার কাজ করা হচ্ছে। সেটি চূড়ান্ত হলে, সেগুলিই সংশ্লিষ্ট স্কুলগুলির দেওয়ালে আঁকা হবে।
এবার স্কুলের দেওয়ালে ছবি আঁকাবে রাজ্য সরকার
কলকাতা: জীব-বৈচিত্র্য রক্ষার্থে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবার স্কুলের দেওয়ালে বিভিন্ন ছবি আঁকবে রাজ্য সরকার৷ সম্প্রতি রাজ্য জীব-বৈচিত্র্য পর্ষদের বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী আর্থিক বর্ষে (২০১৯-২০) রাজ্যের প্রায় এক হাজার স্কুলে এরকম ‘দেওয়াল চিত্র’ আঁকা হবে। তবে প্রাথমিকভাবে এই আর্থিক বর্ষেও (২০১৮-১৯) একাধিক স্কুলে এই পরিকল্পনা কাজ শুরু করা হচ্ছে।