কলকাতা: মহামারী করোনা রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য খাদ্য দপ্তর৷ মহামারীর পরিস্থিতিতে খাদ্যের যোগানে যাতে কোনও সম্যসা দেখা না দেয়, তা নিশ্চিত করতে সপ্তাহে অন্তত সাড়ে পাঁচ দিন খোলা রাখতে হবে রেশন দোকানে৷ বেশি পরিমাণে রাখতে হবে সাবান ও স্যানিটাইজার৷ অনুমতি ছাড়া কোন ভাবে খাদ্য দপ্তরের কর্মীরা ছুটি দিতে পারবেন না৷ জারি হয়েছে নয়া বিজ্ঞপ্তি৷
কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী ছ’মাসের জন্য দু’টাকা দরে চাল-গম দেওয়ার ব্যবস্থা পরিবর্তন করে বিনামূল্যে মাসে ৫ কেডি চাল-গম দেওয়া ঘোষণা করেছেন৷ রাজ্যের এই সংকটজনক অবস্থায় পরিপ্রেক্ষিতে ফ্রিতে চাল দেওয়ার ঘোষণা পর তড়িঘড়ি বৈঠকে বসে খাদ্য দপ্তর৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ফ্রিতে চাল-গম দেওয়ার পরিষেবা যাতে নির্বিঘ্নে করা যায়, তা নিশ্চিত করতে খাদ্য দপ্তরের তরফে জারি হয়েছে নির্দেশিকা৷ নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, পরিবেষা চালু রাখার জন্য রেশন দোকান সপ্তাহে অন্তত সাড়ে পাঁচ দিন খোলা রাখতে হবে৷ পাঁচদিন পূর্ণদিবস ও যে কোন একদিন অর্ধদিবস খোলা রাখতে হবে রেশন দোকান৷ পাশাপাশি প্রত্যেকটি রেশন দোকানে স্যানিটাইজার ও সাবান রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ এছাড়াও যে কোন খাদ্য অধিকার অনুমতি ছাড়া ছুটি নিতে পারবেন না বলেও জানানো হয়েছে৷ একই সঙ্গে রেশন দোকানের সামনে অযথা যাতে ভিড় না বাড়ে তাও নিশ্চিত করতে বলা হয়েছে৷