এবার স্তব্ধ হচ্ছে বাংলার গণপরিবহণ, বন্ধ আন্তঃরাজ্য বাস পরিষেবা

এবার স্তব্ধ হচ্ছে বাংলার গণপরিবহণ, বন্ধ আন্তঃরাজ্য বাস পরিষেবা

কলকাতা: করোনা জেরে এবার বন্ধ হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা৷ পরিষেবা বন্ধ রাখার ঘোষণা পরিবহন দপ্তর৷ আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধের পাশাপাশি আন্তঃজেলা বাস পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে খবর৷ পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আন্তঃরাজ্য বাস সার্ভিস বন্ধ রাখার ঘোষণা করেছে পরিবহন দপ্তর৷

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণ বাস পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ করোনা সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য ও জেলা  বাস পরিষেবা বন্ধ করা হচ্ছে৷ অন্য রাজ্য থেকে কেউ যাবে করোনা নিয়ে বাংলা প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই বিধি-নিষেধ বলে জানা গিয়েছে৷

কেননা, পশ্চিমবঙ্গের তুলনায় প্রতিবেশী রাজ্যে করোনা বেশ ভালোই প্রভাব ফেলে৷ ফলে, আপাতত পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরে সিদ্ধান্ত নিয়েছে, অন্য রাজ্য থেকে যাতে কোনও করোনা আক্রান্ত বাংলায় ঢুকতে না পারেন বা সংক্রমণ না ছড়িয়ে পড়ে, তা নিশ্চিত করতে পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে৷ আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য রাখা হয়েছে৷ পরে পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে৷এই মর্মে ইতিমধ্যেই বেসরকারি বাস মালিকদের রাস্তা বাস না নামাতে বলা হয়েছে৷

ইতিমধ্যেই উত্তরবঙ্গ পরিবহণ নিগমের তরফে বাস পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে৷ এমনিতেই গত সপ্তাহখানিক বাসে যাত্রী সংখ্যা কম হচ্ছিল৷ ফলে, বাড়ছিল ক্ষতির পরিমাণও৷ অন্যদিকে, আগামীকাল থেকে সাধারণ বাস সংখ্যাও কমানো হবে বলে জানা গিয়েছে৷ এছাড়াও হলুদ ট্যাক্সি সংখ্যায় কমতে চলেছে৷ তবেস রবিবারের পরিস্থিতি দেখে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 13 =