এবার ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে পুলিশ

কলকাতা: দিনে দিনে বাড়ছে হিংসা৷ আক্রমণের ঘটনা থেকে রক্ষা পাচ্ছেন না ছাত্রীরাও৷ ইভটিজিংয়ের দাপট বেড়েই চলেছে৷ অ্যাসিড আক্রমণের মতো ঘটনাও ঘটছে বারংবার৷ ধর্ষণের মতোও ঘটনা ঘটেই চলেছে৷ আর এই পরিস্থিতিতে স্কুল ছাত্রীদের সুরক্ষায় বাছাই করা স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য পুলিশ৷ ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে ইতিমধ্যে অর্থ দপ্তর টাকা মঞ্জুর করেছে৷ রাজ্য পুলিস সূত্রে

e952ac081d9245e7a7d6a3ee259a2224

এবার ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে পুলিশ

কলকাতা: দিনে দিনে বাড়ছে হিংসা৷ আক্রমণের ঘটনা থেকে রক্ষা পাচ্ছেন না ছাত্রীরাও৷ ইভটিজিংয়ের দাপট বেড়েই চলেছে৷ অ্যাসিড আক্রমণের মতো ঘটনাও ঘটছে বারংবার৷ ধর্ষণের মতোও ঘটনা ঘটেই চলেছে৷ আর এই পরিস্থিতিতে স্কুল ছাত্রীদের সুরক্ষায় বাছাই করা স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য পুলিশ৷ ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে ইতিমধ্যে অর্থ দপ্তর টাকা মঞ্জুর করেছে৷

রাজ্য পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলার পুলিশ সুপার ও কমিশনারেট এলাকায় এই টাকা পাঠামনো হচ্ছে৷ যে কমিশনারেট এলাকাগুলি শহর লাগোয়া, সেই এলাকাগুলিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ কারণ এই সমস্ত এলাকায় তুলনামূলকভাবে তরুণীরা বেশি আক্রান্ত হওয়ার খবর রয়েছে পুলিশের৷ তাদের উপর বেশি শারীরিক নিগ্রহের ঘটনা ঘটছে৷ এই পরিস্থিতি রুখতে এবার ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *