কলকাতা: সকালে হালকা কুয়াশা৷ পড়ে আংশিক মেঘলা আকাশ৷ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা৷ মঙ্গল থেকে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷
ফের আবহাওয়ার পরিবর্তনে বড়সড় সম্ভাবনা৷ উধাও শীত৷ এবার বৃষ্টির পালা৷ বৃষ্টি পূর্বাভাস উত্তর ও দক্ষিণ বঙ্গের৷ গরম পোশাক আলমারিতে গুছিয়ে রেখে ছাতা বের করার সময় এসে গিয়েছে৷ আলিপুর আবহা দপ্তর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে৷ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে৷ তবে গত ক’দিন ধরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকার সম্ভাবনা রয়েছে৷ আর সেই কারণে সকালের আবহাওয়া নরম থাকবে৷
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ বৃষ্টি হলে তাপমাত্রা খুব একটা না কমলেও মনোরম আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷