এবার ফুটপাতের খাবারে নজর দিচ্ছে পুরসভা

কলকাতা: শহরের ভেজাল খাদ্য রোধে এবং খাবারের মানোন্নয়নে গত কয়েক মাস ধরেই একাধিক উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তারপরেও শহরের ১০টি এলাকার কিছু কিছু অংশের ফুটপাতের খাবারের উপরে বিশেষ নজর দেওয়ার বিষয় উঠে এল সমীক্ষায়। সম্প্রতি কলকাতা পুরসভার খাজ্য ভেজাল প্রতিরোধকরণ বিভাগ এবং ফাউন্ডেশন ফর কমিউনিটি সাপোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নামক একটি সংস্থা যৌথভাবে শহরের ফুটপাতের

এবার ফুটপাতের খাবারে নজর দিচ্ছে পুরসভা

কলকাতা: শহরের ভেজাল খাদ্য রোধে এবং খাবারের মানোন্নয়নে গত কয়েক মাস ধরেই একাধিক উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তারপরেও শহরের ১০টি এলাকার কিছু কিছু অংশের ফুটপাতের খাবারের উপরে বিশেষ নজর দেওয়ার বিষয় উঠে এল সমীক্ষায়।

সম্প্রতি কলকাতা পুরসভার খাজ্য ভেজাল প্রতিরোধকরণ বিভাগ এবং ফাউন্ডেশন ফর কমিউনিটি সাপোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট নামক একটি সংস্থা যৌথভাবে শহরের ফুটপাতের খাবার নিয়ে সমীক্ষা চালায়। মঙ্গলবার সন্ধ্যায় সেই সমীক্ষার রিপোর্ট নিয়ে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য বিভাগ এবং খাদ্য ভেজাল প্রতিরোধকরণ বিভাগের মেয়র পরিষদ সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, কলকাতার ১০টি এলাকা, যথা জাদুঘর, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট, হাতিবাগান থেকে শ্যামবাজার, কালীঘাট মেট্রো থেকে হাজরা, গড়িয়াহাট থেকে গোলপার্ক, যাদবপুর, মহাকরণ চত্বর, তালতলা এবং চিৎপুর মসজিদ এলাকায় ফুটপাতের খাবার নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। মোট ১ হাজার ৭৬৭ জন খাদ্য বিক্রেতার উপরে সমীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 12 =