এবার মমতার হয়ে খুল্লামখুল্লা প্রচার ইস্কনের

কলকাতা: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এ রাজ্যে তাদের ভক্তদের আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল। এক ভিডিও বার্তায় ইসকনের পক্ষ থেকে ভক্তদের কাছে আর্জি জানিয়ে বলা হয়েছে, সংগঠনের সঙ্কটের সময় যিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কৃষ্ণভক্তদের এই সংগঠনে গেরুয়া শিবির প্রভাব

এবার মমতার হয়ে খুল্লামখুল্লা প্রচার ইস্কনের

কলকাতা: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এ রাজ্যে তাদের ভক্তদের আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল। এক ভিডিও বার্তায় ইসকনের পক্ষ থেকে ভক্তদের কাছে আর্জি জানিয়ে বলা হয়েছে, সংগঠনের সঙ্কটের সময় যিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কৃষ্ণভক্তদের এই সংগঠনে গেরুয়া শিবির প্রভাব বিস্তারের কাজ শুরু করলেও, নির্বাচনের প্রাক্কালে ইসকনের তরফে মমতাকে সমর্থন করার আহ্বান জানানো এই ভিডিওবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইসকন ছাড়াও ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান রাজস্থানের আজমির শরিফের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা ট্রাস্টের তরফেও আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে দিয়ে যে বার্তা দরগা ট্রাস্ট দিয়েছে, তাও এই রাজনৈতিক আবর্তে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 17 =