এবার ভোটরদের বুথে যেতে বাধা তৃণমূলের

কোচবিহার: কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এদিন সকাল থেকে শীতলকুচি কেন্দ্রে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তৃণমূল কর্মী সমর্থকরা। ২৫৭ নম্বর বুথের কাছে তৃণমূল কর্মীরা ঘাঁটি গেড়ে বসে এবং বুথ মুখী মহিলা ভোটার ও নতুন ভোটারদের ভোট না দিয়ে বাড়ি ফিরে যাওয়া হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের

d6c18ed9ab2855f93281701962eb4649

এবার ভোটরদের বুথে যেতে বাধা তৃণমূলের

কোচবিহার: কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এদিন সকাল থেকে শীতলকুচি কেন্দ্রে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে তৃণমূল কর্মী সমর্থকরা।

২৫৭ নম্বর বুথের কাছে তৃণমূল কর্মীরা ঘাঁটি গেড়ে বসে এবং বুথ মুখী মহিলা ভোটার ও নতুন ভোটারদের ভোট না দিয়ে বাড়ি ফিরে যাওয়া হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুধু ভোট দাতাই নয় এই বুথে ঢুকতে বাধা দেয় বামফ্রন্টের পোলিং এজেন্টকেও। সকাল থেকে শুধু মাত্র তৃণমূলের পোলিং এজেন্টই ভোট করায় এবং জোর করে তৃণমূলের চিহ্নে ভোট দিতে বলেন সেই এজেন্ট। এই বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় রাজ্য পুলিশের অধীনে ছিল। ফলে গোটা ঘটনায় রাজ্য পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *