এবার তৃণমূল কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা বিজেপির!

চুঁচুড়া: শুক্রবার জাঙ্গিপাড়ার নিলয়পুর গ্রামে অশোক বাছার (৪৫) নামে এক তৃণমূল কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিন সকালে পেশায় দিনমজুর অশোকের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিস। স্বামীর মৃত্যুর জন্য মৃতের স্ত্রী অর্চনা বাছার বিজেপি কর্মীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিস সমীরণ কর্মকার নামে

cb64ce8838f274db17a2c37407ac65ca

এবার তৃণমূল কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা বিজেপির!

চুঁচুড়া: শুক্রবার জাঙ্গিপাড়ার নিলয়পুর গ্রামে অশোক বাছার (৪৫) নামে এক তৃণমূল কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিন সকালে পেশায় দিনমজুর অশোকের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিস।

স্বামীর মৃত্যুর জন্য মৃতের স্ত্রী অর্চনা বাছার বিজেপি কর্মীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিস সমীরণ কর্মকার নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিসের দাবি, দলের কর্মীকে গ্রেপ্তারের পরেই বিজেপির শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ থানার ওসিকে হুমকি দিয়ে বলেন, নির্বাচন কমিশন আমাদের হাতের মুঠোয়। কমিশনকে বলে বদলির করিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুমন। তিনি বলেন, পুলিস প্রশাসনের সহযোগিতায় তৃণমূল বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। আমরা তার প্রতিবাদ করেছি। তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *