কলকাতা: ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বহু রাজ্য সরকারি কর্মী নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির এক প্রতিনিধিদল শুক্রবার রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে এব্যাপারে স্মারকলিপি দিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিনহা জানিয়েছেন, এক হাজারের বেশি সরকারি কর্মী ভোটের কাজ করতে গিয়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। পোস্টাল ব্যালট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট (ইডিসি) না পাওয়ার জন্য এটা হয়েছে। নির্বাচনী আধিকারিকের অফিসের তরফে সপ্তম পর্যায়ের ভোটে যাতে এটা না হয়, তা দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে কোনও কর্মী এই ধরনের অভিযোগ করেননি। রাজ্য সরকারকে হেয় করার জন্যই অসত্য অভিযোগ করা হচ্ছে।