এবার মামলার শুনানি দেখা যাবে LIVE, ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

এবার মামলার শুনানি দেখা যাবে LIVE, ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

1b33139b31575594296637486f69ab44

কলকাতা: বুধবার একটি মামলায় নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই মামলার পরবর্তী শুনানি সরাসরি সম্প্রচার করতে হবে। মামলাটির পরবর্তী শুনানি ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে।  এক পার্সি মহিলা অন্য ধর্মের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। সেই কারণেই তাঁকে পার্সিদের উপসনাগৃহে ঢুকতে দেওয়া হচ্ছে না।উপসানা গৃহে যেতে পারছেন না তাঁর সন্তানরাও। ঘটনায় তিনি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। এই মামলাতেই কলকাতা হাইকোর্ট নজিরবিহীন রায় দিয়েছেন।

জানা গিয়েছে, একটি পার্সি সংগঠন আদালতে জানিয়েছিল, এই মামলাটির সঙ্গে জনস্বার্থ জড়িয়ে রয়েছে। তাই এই মামলার শুনানি যেন সর্ব সমক্ষে নিয়ে আসা হয়। সেই আবেদনে সাড়া দিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দ্রের একটি বেঞ্চ এই  সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

বেশ কয়েক বছর আগে এক পার্সি মহিলা অন্য ধর্মের যুবককে বিয়ে করেন। সন্তানও রয়েছে তাঁদের। মহিলার অভিযোগ, ভিন ধর্মের যুবককে বিয়ে করায় তাঁর সন্তানদের ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তবে পার্সি সংগঠনের তরফে দাবি করা হয়, এই মামলার শুনানির সরাসরি সম্প্রচার করতে হবে। তবে এই দাবিতে আমল দেয়নি কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। খারিজ করে দেওয়া হয় মামলা। এরপর ডিভিশন বেঞ্চে যায় মামলা। বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তাতেই জানিয়ে দেওয়া হয় এবার থেকে কলকাতা হাই কোর্টে পার্সি মহিলার মামলার শুনানি সরাসরি ইউটিউবে সম্প্রচার করা হবে। তবে সরাসরি সম্প্রচারের যাবতীয় খরচ দিতে হবে আবেদনকারীকেই।

বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনতে বছর দুয়েক আগে মামলার সরাসরি সম্প্রচারের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে আদালতের অভ্যন্তরের মামলার শুনানি চলাকালীন ঠিক কী হয়, তা জানতে পারবেন আইনের ছাত্রছাত্রীরা। তেমনই আবার সওয়াল-জবাব সম্পর্কে সম্পূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভেবেই সরাসরি সম্প্রচারের পক্ষে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়ের পর এই প্রথমবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। পার্সি সংগঠনের আবেদনে সাড়া দিয়েই মামলার শুনানি ইউটিউবে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *