এবার শরীর চর্চায় বিনোদন কর বসাচ্ছে পুরসভা

কলকাতা: শহরের অলিগলিতে গজিয়ে উঠেছে শরীরচর্চার জিম৷ এবার জিমের উপর নিয়ন্ত্রণ আনতে বিনোদন কর বসাতে চলেছে কলকাতা পুরসভা! নতুন প্রজন্মের চাহিদা মেটাতে অনেক ক্লাবে জিমের ব্যবস্থা করা হয়েছে৷ এতদিন সেই ক্লাবের গুলির উপর করছিল না নিয়ন্ত্রণ৷ ইদানিং শহরের শরীর চর্চার নামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু জিম৷ সেই জিম থেকে মোটা আয় করছে মালিক

এবার শরীর চর্চায় বিনোদন কর বসাচ্ছে পুরসভা

কলকাতা: শহরের অলিগলিতে গজিয়ে উঠেছে শরীরচর্চার জিম৷ এবার জিমের উপর নিয়ন্ত্রণ আনতে বিনোদন কর বসাতে চলেছে কলকাতা পুরসভা!

নতুন প্রজন্মের চাহিদা মেটাতে অনেক ক্লাবে জিমের ব্যবস্থা করা হয়েছে৷ এতদিন সেই ক্লাবের গুলির উপর করছিল না নিয়ন্ত্রণ৷ ইদানিং শহরের শরীর চর্চার নামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু জিম৷ সেই জিম থেকে মোটা আয় করছে মালিক পক্ষ৷ এবার সেই দিনগুলির ওপর বিনোদন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷

সেই কারণে, ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে ফলে৷ একদিকে জিম থেকে মোটা টাকা পুরসভার কোষাগারে আসবে পাশাপাশি জিমগুলির ওপর নজরদারি চালাতে পারবে পুরসভা৷ পুরসভা সূত্রে খবর, এত দিন জিমের উপর দিতে হত না কর৷ কিন্তু এখন শহরের অলিগলিতে চলছে জিম৷ এই জিমগুলির ট্রেড লাইসেন্স ইস্যু করতে করের আওতায় আনা হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =