হাওড়া: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর অ্যাকাউন্ট থেকে তিন দফায় প্রায় ৫০ হাজার টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। ঘটনাটি ঘটেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উলুবেড়িয়া শাখায়। ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর নাম তপনকুমার বসু।
তপনবাবু এই ব্যাপারে ওই ব্যাঙ্কের পাশাপাশি উলুবেড়িয়া থানাতেও অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি। উলুবেড়িয়ার সারদাপল্লির বাসিন্দা তপনবাবু বলেন, গত ১২ এপ্রিল বিকালে আমার পাশবই আপডেট করাতে যাই। তখন জানতে পারি, আমার অ্যাকাউন্ট থেকে ওইদিন প্রথম দফায় ৩৯ হাজার ৯৯৯ টাকা, দ্বিতীয় দফায় ন’হাজার টাকা ও তৃতীয় দফায় এক হাজার টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। তাঁর দাবি, এটিএম কার্ড তাঁর কাছেই আছে এবং কার্ডের তথ্য কাউকে তিনি জানাননি। তারপরও কী করে এই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল তা নিয়েই আমি চিন্তিত।