তমলুক: কমিশনের কাছে চিঠি দিয়ে নারী-নির্যাতনের অভিযোগ এনেছেন পূর্ব মেদিনীপুরে বহু গৃহবধূ। তাঁদের মধ্যে ৭০বছরের বৃদ্ধা যেমন রয়েছেন, তেমনই আছেন অল্পবয়সি বধূও। কেউ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করছেন, কেউ আবার ছেলে-মেয়ের নামে অভিযোগ করেছেন। তাঁদের মধ্যে একাধিক জনের অভিযোগ, শারীরিক ও মানসিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
ভোটার কার্ডও কেড়ে নেওয়া হয়েছে। যাতে ফের স্বামীর বাড়িতে ফিরে ভোট দেওয়া যায়, সেই ব্যবস্থা করে দেওয়া হোক। অভিযোগকারীদের কেউ বলছেন, আমাকে মারাধর ও খুনের হুমকি দেওয়া অত্যাচারকারীরা বহাল তবিয়তে ব্যবসা করছে। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। কেউ আবার পুলিসি নিরাপত্তায় ভোট দিতে চাইছেন। এই সব অভিযোগের তোড়ে কমিশনের কর্তারাও থ হয়ে যাচ্ছেন। রাজনৈতিক সমস্যার সমাধান করতে গিয়েই আধিকারিকদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। তার উপর এই সাংসারিক সমস্যার সমাধান কীভাবে তাঁরা করবেন, তা ভেবে পাচ্ছেন না।