কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া সংগ্রহে পুরনো ব্যবস্থার সঙ্গে প্রথম থেকেই থাকবে হাল ফ্যাশনের অ্যাপভিত্তিক ‘মোবাইল টিকেটিং সিস্টেম’। ইস্ট-ওয়েস্ট মেট্রো তৈরির পর সেখানে পরিষেবা দেবে বর্তমান মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু বর্তমান মেট্রোয় এই ব্যবস্থা না থাকলেও, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে শুরু থেকেই তা চালুর প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রো রেল সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম পর্যায়ের ট্রেন চলবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত। পরিষেবা সূচনার পর যাত্রীদের টিকিট কাটার জন্য টোকেন, স্মার্ট কার্ডের পাশাপাশি থাকবে ‘মোবাইল টিকেটিং সিস্টেম’। এই ব্যবস্থা ইতিমধ্যেই পূর্ব, দক্ষিণ-পূর্ব সহ একাধিক জোনে চালু হয়েছে।
কীভাবে কাজ করবে নয়া ব্যবস্থা? মেট্রোর এক কর্তা বলেন, এই ব্যবস্থায় টিকিট কাটার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটি তৈরি করছে ‘ক্রিশ’। অ্যাপে টিকিটের দাম মেটানোর ‘গেটওয়ে’ থাকবে। দাম মিটিয়ে টিকিট কাটলেই একটি কিউআর কোড তৈরি হয়ে যাবে। সেই কিউআর কোডটি প্ল্যাটফর্মে ঢোকার মুখে থাকা ফ্ল্যাপ গেটে ‘স্ক্যান’ করলেই খুলে যাবে গেট। একইভাবে প্ল্যাটফর্ম থেকে বেরও হতে পারবেন যাত্রীরা। তার জন্য ফ্ল্যাপ গেটগুলিতেও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।