এবার রাজনীতিই ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা

কলকাতা: রামপুরহাটে কৃষি-দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজনীতিই ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নাম না করে বিজেপি সভাপতি অমিত শাহকে ‘অর্ধশিক্ষিত’, ‘গণ্ডমূর্খ’, ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ বলে কটা করেন মমতা৷ এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা অর্ধশিক্ষিত, অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া৷ সব চোরের দল৷’’ বলেন, ‘‘দিল্লির কিছু

94886c06b8eb1099fbd789331d1225ca

এবার রাজনীতিই ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা

কলকাতা: রামপুরহাটে কৃষি-দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজনীতিই ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নাম না করে বিজেপি সভাপতি অমিত শাহকে ‘অর্ধশিক্ষিত’, ‘গণ্ডমূর্খ’, ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ বলে কটা করেন মমতা৷ এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা অর্ধশিক্ষিত, অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া৷ সব চোরের দল৷’’

বলেন, ‘‘দিল্লির কিছু অর্ধশিক্ষিত নেতা এখানে এসে মিথ্যে কথা বলছেন৷ আমি আঁকলেও নাকি চুরি, লিখলেও নাকি চুরি৷ বলছে, বাংলায় না কি পুজো হয় না৷ চ্যালেঞ্জ করে বলছি, এই কথা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব৷’’ এদিন সিবিআই-ইডি নিয়েও মুখ খোলেন তিনি৷ বলেন, ‘‘সিবিআই দিয়ে ভয় দেখাবেন না৷ আমদের ভয় দেখিয়ে লাভ হবে নেই৷ কারণ, ওদের মেয়াদ আর এক মাস৷ ওদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে৷ আগামী দিনে বাংলাই পথ দেখাবে৷’’

রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিবিআই দিয়ে তাঁকে চমকে লাভ নেই৷ রাজ্যের হাতেও সিআইডি আছে, আছে ইকোনমিক অফেন্সেস উইং৷ বিজেপি নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে নারী নির্যাতন বা খুনের তদন্ত করা যেতেই পারে৷’’ একই সঙ্গে বিজেপি-কে মিথ্যেবাদী আখ্যা দেন মমতা৷ তাঁর দাবি, রাজ্যেই আগে কন্যাশ্রী বা নির্মল বাংলা প্রকল্পগুলি রূপায়ন করেছে৷ মোদি সরকার তার অনেক পরে এগুলি জাতীয় স্তরে নিয়ে আসে৷ একই সঙ্গে নিজস্ব ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা অর্ধ শিক্ষিত, গর্ধশিক্ষিত৷ কোনও তথ্য না জেনে এখানে রাজ্যে এসে মিথ্যে কথা বলে৷’’ এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে সমান্তরাল সরকার চালানোর চেষ্টার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো চেষ্টা করছে বলে অভিযোগ করেন মমতা৷

এদিন কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘সব চোরের দল৷ ওরা বলছে, বাংলায় নাকি পুজো হয় না৷ আপনিই বলুন, পুজো হয় কি না, নামাজ পড়া হয় কি না, বড় দিন পালন হয় কি না৷ কিন্তু, এইগুলি দিল্লির অর্ধশিক্ষিত, গণ্ডমূর্খ, নির্লজ্জ, বেহায়া নেতাদের কানে যায় না৷’’

নাম না করে অমিত শাহকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লির নেতারা বলে বেড়াচ্ছে, বাংলায় পুজো করা যাচ্ছে৷ বাংলা তালিবান হয়ে গিয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, প্রমাণ দিয়ে দেখান৷ না হলে হয় আপনি রাজনীতি ছাড়ুন, না হয় আমি রাজনীতি ছেড়ে দেব৷ আমাদের পেছনে লাগবেন না৷ বাংলা নিয়ে মিথ্যা কথা বলবেন না৷’’ তাঁর প্রশ্ন, ‘‘বাংলায় যদি পুজো না হয়, তাহলে আয়কর দপ্তর কেন নোটিস পাঠালো? এত মিথ্যা কথা বলে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না৷ এর ফল কিন্তু ভাল হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *