এবার অধিকারী দুর্গে নজর অমিত শাহের

তমলুক: ফের পশ্চিমবঙ্গে জনসভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সবকিছু ঠিকঠাক থাকলে এবার তাঁর সভা হতে পারে অধিকারী দের গড়ে। আগামী ২৮ তারিখ ওডিশার কটকে জনসভা করতে যাওয়ার কথা অমিতের৷ কটকের সভা সেরে তিনি পরের দিন বাংলায় সভা করবেন৷ অমিতের সভা কাঁথিতে হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে৷ বিজেপি সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি

এবার অধিকারী দুর্গে নজর অমিত শাহের

তমলুক: ফের পশ্চিমবঙ্গে জনসভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সবকিছু ঠিকঠাক থাকলে এবার তাঁর সভা হতে পারে অধিকারী দের গড়ে। আগামী ২৮ তারিখ ওডিশার কটকে জনসভা করতে যাওয়ার কথা অমিতের৷ কটকের সভা সেরে তিনি পরের দিন বাংলায় সভা করবেন৷ অমিতের সভা কাঁথিতে হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে৷

বিজেপি সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মোট ৩১০টি জনসভা হবে এ রাজ্যে৷ দলের কেন্দ্রীয় নেতারাও সেই সভায় হাজির থাকবেন বলে ঠিক হয়েছে৷ তবে, লোকসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি, প্রতিদিন পাঁচটি করে জনসভা করা যে মুখের কথা নয় তা বিলক্ষণ জানেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা৷ প্রতিদিন যদি পাঁচটি করে বড় মাপের জনসভা করতে হয়, তা হলে নির্বাচন সংক্রান্ত অন্য কোনও কাজ করার ফুরসত পাওয়া যাবে না৷ ফলে, সভা নিয়ে বিকল্প ভাবনা শুরু হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =