রায়গঞ্জ: কখনো রেলে চাকরি, কখনো ফুড সাপ্লাইয়ে চাকরির প্রতারণার পর এবার সিভিক ভলান্টিয়ারের চাকরি পাইয়ে দেওয়ার প্রতারণা করে ধরা পরেছে চার যুবক। ধৃতদের রায়গঞ্জের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো সংলগ্ন এলাকা তৃণমুলের নেতার হোটেলের কাছে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয় বলে রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে৷
রায়গঞ্জ থানা সূত্রে আরো জানা গেছে, ধৃত ওই চার ব্যক্তির নাম আশিস মণ্ডল,কলিন হালদার,তুতুল কুমার ঘোষ ও ইমদাদুল ইসলাম। এদের কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো বাড়ি দমদম, কারো বাড়ি হাবরা ও একজনের বাড়ি বসিরহাট এলাকায়। এদের রাজনৈতিক সব পরিচয় জানা গেলেও মুখ খুলতে নারাজ পুলিশ। তবে এব্যাপারে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারক থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকা উচিৎ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।