এবার কৃষকদের জন্য বাংলায় বিশেষ ট্রেন

এবার কৃষকদের জন্য বাংলায় বিশেষ ট্রেন

নদিয়া: এবার কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক শুভ সূচনা হল শান্তিপুর স্টেশনে। গত কয়েক মাস আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ রেল দফতরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালু করার দাবি জানিয়েছিলেনত। শনিবার তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল শান্তিপুর ফ্রেন্ড স্টেশন থেকে। 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর দফতরে প্রতি বছর ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, বড় ঘোষণা মমতার

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, কৃষকদের কথা মাথায় রেখেই এই চিন্তা ভাবনা তাঁর। কারণ লোকাল ট্রেনে ভেন্ডার বগিতে করে কৃষকদের এতদিন যাতায়াত করতে হত জেলার বিভিন্ন প্রান্তে। যার কারণে খুবই উদ্বেগের মধ্যে পড়তেন কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল৷ এরপরেই আমি তৎপর হয়ে রেল দপ্তরে একটি চিঠি করেছিলাম। রেলের পক্ষ থেকে তার সারা মেলায়, এখন তা বাস্তবায়িত হল। আমি রেল দপ্তরের কাছে খুবই কৃতজ্ঞ বলে মনে করছি৷ কারণ কৃষকদের কথা মাথায় রেখেই রেল দপ্তর যে চিন্তাভাবনা করেছে তা খুবই প্রশংসনীয়। 

এদিন কৃষক স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে শান্তিপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার। রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই এই কৃষক স্পেশাল ট্রেন পুরোপুরি চালু হবে। স্বভাবতই, কৃষক মহলে খুশির আলোড়ন তৈরি হয়েছে৷ রেল সূত্রের খবর, শীঘ্রই ঘোষণা করা হবে, কবে থেকে চলবে এই কৃষক স্পেশ্যাল ট্রেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *