পুজোর আগেই ১০০% টিকাকরণে নজির গড়ল এই পুরসভা

পুজোর আগেই ১০০% টিকাকরণে নজির গড়ল এই পুরসভা

ব্যারাকপুর: পুজোর আগে প্রায় ১০০ শতাংশ ভ্যাক্সিনেশন সম্পন্ন করে জেলার মধ্যে নজির তৈরি করল উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভা। এই পুরসভা এলাকায় স্কুল শিক্ষক, পৌর কর্মী, স্বাস্থ্য কর্মীর পাশাপাশি ভ্যানচালক, দিনমজুর, খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রায় 100% ভ্যাক্সিনেশন সম্পন্ন হয়েছে পুজোর আগেই।  

অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে আর তার আগেই অত্যন্ত তৎপর হয়েছিল নিউ ব্যারাকপুর পুরসভা। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আরবান কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে পুজোর আগেই এই শুভ সংবাদ দিতে পেরেছে সংবাদমাধ্যমকে। আজ নিউ ব্যারাকপুর পুর প্রশাসক প্রবীর সাহা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, যে বাঙালির বড় উৎসব মা দুর্গার আগমনের ঘণ্টা বেজে গেছে।

আর তার মাঝখানে মহালয়ার পরের দিন গোটা নিউ ব্যারাকপুর পুরসভা প্রায় ১০০ শতা্ংশ করোনা ভ্যাকসিন সম্পন্ন হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তে আনন্দে আত্মহারা প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্মীরা। এক কথায় বলা যেতে পারে উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভা দুর্গা পুজোর আগেই প্রায় ১০০ শতাংশ ভ্যাক্সিনেশন সম্পন্ন করে ফেলেছে। প্রথম এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পুরসভায় বসবাসকারী সকল মানুষ পেয়েছেন বলে পুরসভার পক্ষ থেকে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =