এই প্রথম বুদ্ধহীন বাংলা ভোটের উৎসব! ভোট দিতে পারছেন না বুদ্ধদেব

এই প্রথম বুদ্ধহীন বাংলা ভোটের উৎসব! ভোট দিতে পারছেন না বুদ্ধদেব

 

কলকাতা:  পোস্টাল ব্যালটে নয়৷ ভোট কেন্দ্রে গিয়েই ভোট দিতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কিন্তু, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জেদ কার্যত পরাজিত হল শারীরিক অসুস্থতা৷ এই প্রথম বিধানসভা নির্বাচনের উৎসবে সামিল হতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য৷ 

শরীর ভাল নেই৷ কোভিড পরিস্থিতিতে ভোট দিতে যাওয়ার অনুমতি মেলেনি চিকিৎসকদের তরফে৷ পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে৷ তাই এই প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দেবেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তিনি বালিগঞ্জ কেন্দ্রের ভোটার৷ বুদ্ধবাবুর জন্য পোস্টাল ব্যালটে ব্যবস্থা করার আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশন৷ কিন্তু, কমিশনের সেই প্রস্তাব উড়িয়ে ভোট কেন্দ্রে গিয়েই ভোট দিতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কিন্তু, অসুস্থতা সেই ইচ্ছা এবার আর পূরণ হল না বুদ্ধবাবুর৷

বয়স যতই ৮০ পার হোক না কেন, এখনও ভোটের লাইনে দাঁড়িয়েই নিজের মত প্রকাশ করতে চেয়েছিলেন বুদ্ধবাবু৷ করোনা সংক্রমণের জেরে অসুস্থ ব্যক্তি বা অশীতিপর মানুষদের সুবিধার্থে পোস্টাল ব্যালটের বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন৷ নির্দিষ্ট কেন্দ্রে ভোটের কেয়কদিন আগেই আবেদনকারীদের কাছে পৌঁছে ব্যালট সংগ্রহ করছেন কমিশনের কর্মীরা৷ আজ ভোটগ্রহণ চলছে বুদ্ধবাবুর কেন্দ্র বালিগঞ্জে৷ কিন্তু পোস্টাল ব্যালটের জন্য নির্ধারিত ফর্ম জমা দেননি তিনি৷ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া শেষ হলেও বিপত্তি বাড়িয়েছে অসুস্থতা৷

তবে, শারীরিক দুর্বলতা থাকলেও ভোটের লড়াইয়ে রয়েছেন বুদ্ধদেব৷ চিঠি থেকে প্রতিবেদন, অডিও বার্তা দিয়ে বুদ্ধদেব জানিয়ে দিয়েছিলেন, তিনিও আছেন মেহনতী মানুষের লড়াইয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =