এবারের জনগণনায় চাওয়া হবে গুরুত্বপূর্ণ এই তথ্য! তৈরি থাকুন এখনই

নয়াদিল্লি: শুরু হচ্ছে জনগণনার কাজ৷ আগামী ২০২১ সালে এই জনগণনার প্রক্রিয়া শুরু করা হবে৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলক গণনার কাজ চলবে রাজ্যে৷ জানা গিয়েছে জনগণনার প্রথম পর্বের কাজ শুরু হবে আগামী বছর এপ্রিল মাসে৷ চলবে সেপ্টেম্বর পর্যন্ত৷ কিন্তু জানা গিয়েছে, ওই জনগণনার সময় নাগরিকদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও স্মার্টফোনের তথ্য জানতে চাওয়া

এবারের জনগণনায় চাওয়া হবে গুরুত্বপূর্ণ এই তথ্য! তৈরি থাকুন এখনই

নয়াদিল্লি: শুরু হচ্ছে জনগণনার কাজ৷ আগামী ২০২১ সালে এই জনগণনার প্রক্রিয়া শুরু করা হবে৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলক গণনার কাজ চলবে রাজ্যে৷ জানা গিয়েছে জনগণনার প্রথম পর্বের কাজ শুরু হবে আগামী বছর এপ্রিল মাসে৷ চলবে সেপ্টেম্বর পর্যন্ত৷ কিন্তু জানা গিয়েছে, ওই জনগণনার সময় নাগরিকদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও স্মার্টফোনের তথ্য জানতে চাওয়া হতে পারে৷

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০২১-এর জনগণনা যে প্রশ্ন রাখা হবে তার মধ্যে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও একটি পরিবারে কতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে রয়েছে অ্যাকাউন্ট ও একটি পরিবারে মোবাইল ফোন আছে কি না, তার মধ্যে কটি স্মার্টফোন, টিভি কানেকশন ক্যাবল সংযোগ, নাকি ডিশ টিভি লাগানো রয়েছে? তাও জানতে চাওয়া হবে৷ একই সঙ্গে বাড়িতে বোতলবন্দি পানীয় জল খাওয়ার অভ্যাস আছে কি না তাও জানতে চাওয়া হতে পারে বলে খবর৷ তবে ওই জনগণনা জাতপাতের কোনও গণনা করা হবে না বলেই জানা গিয়েছে৷

জানা গিয়েছে ২০২১ সালে জনগণনা কাজটি দু’টি ধাপে হবে৷ প্রথম ধাপে বাড়িতে গিয়ে তালিকা সংযুক্তিকরণের কাজ করা হবে৷ সেটি বিভিন্ন রাজ্যের নিজেদের সুবিধা অনুযায়ী বিজ্ঞপ্তি করতে পারে বলে জানানো হয়েছে৷ দ্বিতীয় ধাপের আধিকারিক পর্যায়ে হবে কাজ৷ তবে, জনগণনায় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও স্মার্টফোনের বিস্তারিত তথ্য চাওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷ একজন জনতার কাছ থেকে কেন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + thirteen =