কোচবিহার: রাজনীতি এখানে ‘নিষিদ্ধ’৷ সেলিব্রেটিরা এখানে পাত্তা পান না! এখানে গুরুত্বের শীর্ষে রয়েছেন দেশ রক্ষার কাজে নিয়োজিত জওয়ানরা৷ শীত কিংবা বর্ষা, ৩৬৫ দিন যাঁরা সীমান্ত পাহারা দিয়ে দেশের দুর্গাদের রক্ষা করে চলেছেন, সেই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতেই এবার খুলে গেল দুর্গা মণ্ডপ৷ মহাষষ্ঠীর দুপুরে অভিনব উদ্যোগ জওয়ানদের হাতে দিয়ে দুর্গা মণ্ডপের উদ্বোধন করিয়ে অভিনব উদ্যোগ দিল কোচবিহারের বামনহাট স্টেশনপাড়া সুবর্ণজয়ন্তী দুর্গাপুজো কমিটি৷
গোটা রাজ্যজুড়ে যখন পুজো উদ্বোধনে রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু সেলিব্রিটিদের আনিয়ে চমক দেওয়ার ছায়াযুদ্ধ চলছে, ঠিক তখনই দেশের সীমানা পাহারায় স্বতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা জওয়ানদের অভিবাদন জালাল এই পুজো কমিটি৷ জানা গিয়েছে, আজ সকালে ওই পুজো কমিটির মণ্ডপ উদ্বোধন করেন কোচবিহারের সীমান্তরক্ষি বাহিনীর ডিআইজি এহসান শাহিদীর৷ উপস্থিত ছিলেন বামনহাট ১নম্বর অঞ্চল প্রধান দীপক ভট্টাচার্য৷
পুজো মণ্ডপের ভিতরে থাকছে গম্বুজাকৃতি আলোকসজ্জা৷ এছাড়াও বাহ্যিক আলোকসজ্জাও তাক লাগিয়ে দিয়েছে পুজো কমিটি৷ বাহ্যিক প্রদর্শনী হিসাবে থাকছে বিএসএফের বিভিন্ন অস্ত্র প্রদর্শনি৷ এবারের প্যান্ডেলের স্থান সংকুলান হওয়ায় প্যান্ডেল করা হয়েছে বামনহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে৷ পুরনো জায়গায় রাখা হয়েছে মুকুটহীন দুর্গামূর্তি৷