‘চিল-শকুনের মত খেয়োখেয়ি করছে ওরা’, ভটপাড়া-কাণ্ডে মন্তব্য অপর্ণার

ভাটপাড়া : রাজনৈতিক দখলদারির চেষ্টা হচ্ছে৷ আর সেই কারণে ভটপাড়ায় ধারাবাহিক অশান্তি চলছে৷ ঘটনাস্থল পরিদর্শনের পর অপর্ণা সেন এমনই মন্তব্য করেন৷ বৃহস্পতিবার ভাটপাড়া-কাঁকিনাড়া পরিদর্শন করেন বিশিষ্টজনেরা৷ অপর্ণা সেন ছাড়াও ছিলেন কৌশিক সেন, চন্দন সেন৷ ভাটপাড়ায় যাওয়ার আগে অপর্ণা সেন বলেন, সাধারণ মানুষ মারা যাচ্ছে৷ রাজনৈতিক দলগুলি চিল-শকুনের মত খেয়োখেয়ি করছে৷ ওদের শুভবুদ্ধির উদয় হোক৷’’ ভাটপাড়ার

‘চিল-শকুনের মত খেয়োখেয়ি করছে ওরা’, ভটপাড়া-কাণ্ডে মন্তব্য অপর্ণার

ভাটপাড়া : রাজনৈতিক দখলদারির চেষ্টা হচ্ছে৷ আর সেই কারণে ভটপাড়ায় ধারাবাহিক অশান্তি চলছে৷ ঘটনাস্থল পরিদর্শনের পর অপর্ণা সেন এমনই মন্তব্য করেন৷

বৃহস্পতিবার ভাটপাড়া-কাঁকিনাড়া পরিদর্শন করেন বিশিষ্টজনেরা৷ অপর্ণা সেন ছাড়াও ছিলেন কৌশিক সেন, চন্দন সেন৷ ভাটপাড়ায় যাওয়ার আগে অপর্ণা সেন বলেন, সাধারণ মানুষ মারা যাচ্ছে৷ রাজনৈতিক দলগুলি চিল-শকুনের মত খেয়োখেয়ি করছে৷ ওদের শুভবুদ্ধির উদয় হোক৷’’ ভাটপাড়ার হিংসা নিয়ে রাজ্যপালের কাছে দরবার করা হবে বলেও জানান তিনি৷

ভাটপাড়া ও কাঁকিনাড়ার উপদ্রুত অঞ্চলে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তাঁরা৷ ভাটপাড়া থানায় গিয়ে ডেপুটেশন দেন বিশিষ্টজনেরা৷ পরে থানা থেকে বেরিয়ে অপর্ণা সেন বলেন, আক্রান্তদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এখানে অশান্তির মূলে তৃণমূল ও বিজেপি দুদলই দায়ী৷ এখানকার রিপোর্ট রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =