Aajbikel

চাকরিহারাদের উপার্জনের দিশা দেখাচ্ছেন এই চার নারী

 | 
YOU CAN NEVER LOSE

কলকাতা: ২০১৯ সালের একেবারে শেষলগ্নে বিশ্বের বিভিন্ন প্রান্তে হানা দেয় মারণ করোনা ভাইরাস৷ এই ভাইরাসের আক্রোশ থেকে বাঁচতে ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷ এই পর্যায়ে বদলে যায় মানুষের জীবন৷ লাখ লাখ মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে যায়৷ রুজি রুটির তাগিদে মানুষ যখন অসহায়ের মতো ঘুরছে, তখন আলোর দিশা দেখায় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট YOU CAN NEVER LOSE। ২০১৯ থেকে ২০২৩৷ কোভিডের ছোবলে অনেক কিছু হারিয়েছে মানুষ৷ কিন্তু এই সময়ের মধ্যে শুধুমাত্র YOU CAN NEVER LOSE  গ্রুপের মাধ্যমে বহু মানুষ আত্মনির্ভরশীল হয়েছেন। ঘরে বসে নিজের সময় মতো বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে কো অপারেট সেক্টরগুলোর চেয়েও বেশি রোজগার করছে৷ বর্তমানে অনেক কর্মহীন যুবক এবং সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পুরুষরা এই ওয়েবসাইটের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে৷ জীবিকানির্বাহ করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন৷ 

উল্লেখ্য বিষয় হল, এই উদ্যোগের পিছনে রয়েছেন চার নারী৷ তাঁরা হলেন পায়েল মণ্ডল, দিয়া বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দাস এবং প্রীতি মাইতি৷ তাঁরা অসংখ্য মানুষকে কাজ শিখিয়ে সেলফ ডিপেন্ড হতে সাহায্য করছেন। একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে পায়েল, দিয়ারা বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ শিখিয়ে মানুষকে উপার্জনের পথ খুঁজে দিচ্ছেন। যুবক-যুবতী, পড়ুয়া কিংবা গৃহবধূ, ১৮ থেকে ৭০ বছর পর্যন্ত সকলেই এখানে কাজ করতে পারেন৷ ঘরে বসে আজ তাঁরা অবসর সময় ব্যয় করে মোটা অঙ্কের টাকা উপার্জন করছেন।  লকডাউন বহু মানুষের জীবিকা কেড়ে নিয়েছিল, কিন্তু আজ এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অগণিত মানুষের জীবনধারণের  কারণ হয়ে দাঁড়িয়েছে।

Around The Web

Trending News

You May like