বাংলায় তৃণমূলই থাকবে, আর কেউ থাকবে না! ‘সহজ খেলার’ হুঁশিয়ারি মমতার

বাংলায় তৃণমূলই থাকবে, আর কেউ থাকবে না! ‘সহজ খেলার’ হুঁশিয়ারি মমতার

বাঁকুড়া: একুশের বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা মাত্র কয়েকমাস৷ শাসক দলকে বিপর্যস্ত করে এবার বাংলা দখলের টার্গেট করেছে বিজেপি৷ কিন্তু বাঁকুড়ার জনসভা থেকে আজ হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন, তৃণমূলই থাকবে বাংলায়, আর কেউ থাকবে না৷ অত সহজ খেলা নয়৷ তৃণমূল যেন ওদের চক্ষুশূল৷ আগামী দিনে বাংলায় নির্মূল হয়ে যাবে বিজেপি, সিপিএম, কংগ্রেস৷  বিজেপিকে ‘মিথ্যার ডাস্টবিন’ বলেও কটাক্ষ মমতার৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তপশিলী বাড়িতে গিয়ে মধাহ্নভোজন প্রসঙ্গে মমতা বলেন, সবথেকে বেশি দলিত, তপশিলীদের ওপর অত্যাচার করছে বিজেপি৷ ফাইভস্টার হোটেল থেকে খাবার বানিয়ে এনে দেখাচ্ছে দলিতদের বাড়িতে খাচ্ছেন তিনি৷ তপশিলী ভাই বোনেদের সঙ্গে প্রতারণা করছে বিজোপি এদিন এমনই বলেন তৃণমূল সুপ্রিমো৷ এদিন জনসভা থেকে বিজেপিকে গারবেজ অব লাইজ বা মিথ্যের ডাস্টবিন বলেও কটাক্ষ করেন মমতা৷ বলেন, এই দল মিথ্যের ডাস্টবিন৷ এত কুত্সা এত মিথ্যে কেউ কোনওদিন রটাতে পারবে না৷ তবুও লজ্জা নেই এদের৷ 

শুনুকপাহাড়ীর জনসভা থেকে এদিন নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও নিশানা করেন মমতা। তাঁর কথায়, কিছু মানুষের কোনও কাজ নেই সকাল থেকে শুধু টুইট করে যান। প্রসঙ্গত,বাংলায় কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়ার নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছিলেন রাজ্যপাল। এদিন মমতা পাল্টা দাবি করেন, “আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কৃষকদের প্রকল্পের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলাম। বলেছিলাম, রাজ্যকে টাকা পাঠিয়ে দিন, আমরা কৃষকদের দিয়ে দেব। কিন্তু তাঁরা টাকা পাঠায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =