Aajbikel

হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ, ২০২২ সালের প্রাথমিক নিয়োগে সমস্যা নেই, জানাল সুপ্রিম কোর্ট

 | 
সুপ্রিম কোর্ট

 কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যার ফলে ২০১৪ সালের প্রাথমিক টেটের পর খালি পড়ে থাকা ৩,৯২৯ পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকল না। পাশাপাশি এই নিয়োগ ২০২২ সালের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রেও আর কোনও বাধা রইল না।


২০১৪ সালে টেট পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, যোগ্য‌ প্রার্থী না পাওয়ায় খালি পড়ে ছিল ৩,৯২৯টি পদ৷ এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়। হাই কোর্ট নিয়োগের নির্দেশ দিলেও যোগ্যতার প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আবেদনকারীরা। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। পর্ষদের তরফে জানানো হয়, হাই কোর্টের নির্দেশের জেরে ২০২২ সালের নিয়োগে সমস্যা তৈরি হয়েছে। এরপরেই হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ আগামী ৫ জুলাই পরবর্তী শুনানি।


এদিন প্রাথমিক শিক্ষা পর্যদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় বলেন, উচ্চ আদালতের রায়ের ফলে ২০২২ সালের ১১ হাজার ৫০০ পদের নিয়োগে সমস্যা হচ্ছে৷ ২০১৪-এর খালি থাকা পদগুলি ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। কিন্তু আমরা পুরোটাই নিয়োগ করতে চাই। পর্ষদের আইনজীবীর এই বক্তব্য শোনার পরই হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। 

Around The Web

Trending News

You May like