ওপাড় বাংলায় অশান্তির দাবানল! বাংলা সীমান্তে কড়া নজরদারী, কলকাতায় পৌঁছলেন BSF-এর DG

ঢাকা: অগ্নিগর্ভ ওপাড় বাংলা৷ ছাত্র আন্দোলনের জোয়ারে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি দেশ ছাড়তেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ভারত বাংলাদেশ সীমান্ত৷…

BSF DG

ঢাকা: অগ্নিগর্ভ ওপাড় বাংলা৷ ছাত্র আন্দোলনের জোয়ারে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি দেশ ছাড়তেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ভারত বাংলাদেশ সীমান্ত৷ পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন বিএসএফের ডিজি৷ এডিজি ইস্টার্ন কম্যান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই উত্তাল পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বাড়বে, জঙ্গি কার্যকলাপ চলতে পারে বলেও আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে বিএসএফের তরফে। ভারত-বাংলাদেশ সীমান্ত বাড়ানো হচ্ছে সেনা টহল৷

 

 

পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে৷ কোচবিহার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। মেহেদিপুরে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে, পরিস্থিতি নিয়ে পেট্রোপোল সীমান্তে গোপন বৈঠকে বসেছে দু’দেশের সেনা৷ ফুলবাড়ি, হিলি, চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।  সুন্দরবনে সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ বিএসএফের ডিজি৷ সূত্রের খবর, আপাতত ভারত বাংলাদেশ সীমান্তে সমস্ত আমদানি রফাতানি বন্ধ করে দেওয়া হয়েছে। গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে দিকে ট্রেন চলাচলও বন্ধ রাখা হবে৷

 

ভারত থেকে বাংলাদেশে যাওয়া সমস্ত লরির পথ আটকে দেওয়া হয়েছে৷  পেট্রাপোল সীমান্ত থেকে ৫০০মিটার দূরে লরি থামিয়ে সেগুলি ভারতে ফেরানো হচ্ছে। গোটা সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ সকালের পর থেকেই বন্ধ আমদানি-রফতানি৷ প্রায় ১০০ জন গাড়ি চালক ও খালাসি এখনও সীমান্তের ওপাড়ে আটকে রয়েছেন৷ সীমান্তে ২৫০ মিটার পর্যন্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে৷ সীমান্তে উপস্থিত রয়েছেন প্রশাসনিক কর্তারা৷