ধর্মঘটে আলু ব্যবসায়ীরা, সোমে ফুরলো স্টক, মঙ্গল থেকে বাংলার বাজারে আলুর হাহাকার!

কলকাতা: একেই অগ্নিমূল্য বাজার৷ তার উপর দেখা দিল নতুন সমস্যা৷  হিমঘরে আটকা পড়ল আলু৷ না হিমঘর বন্ধ নয়৷ তবে আলু বেরোচ্ছে না! ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির…

কলকাতা: একেই অগ্নিমূল্য বাজার৷ তার উপর দেখা দিল নতুন সমস্যা৷  হিমঘরে আটকা পড়ল আলু৷ না হিমঘর বন্ধ নয়৷ তবে আলু বেরোচ্ছে না! ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে বাজারে ফের আলুর দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। জোগান না বাড়লে মঙ্গলবার থেকে আরও বাড়তে পারে আলুর দাম।

 

অগ্নিমূল্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশ আসার পরই আলুর দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে পড়ে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে৷ কারণ, কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই আলুবোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে। প্রতিবাদে শনিবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের সংগঠন। রবিবার হিমঘর বন্ধ থাকে। কিন্তু সোমবার বিভিন্ন জায়গায় হিমঘর খোলা হলেও, কর্মবিরতির কারণে আলু সেখান থেকে বেরচ্ছে না৷ ফলে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন হয়৷ সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরনো বন্ধ হয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে উঠবে৷