ময়নাগুড়ি: ময়নাগুড়ি নতুন বাজারের পাইকারি মাছ বাজারে দুটি বিরল বিরল প্রজাতির মাছ দেখতে প্রচুর মানুষ বাজারে ভীড় জমান। দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন ছুটে আসেন এই মাছ দেখতে। মৎস ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় জলঢাকা নদী থেকে মৎসজীবিরা মাছ ধরার সময় তাদের জালে এই দুটি মাছ উঠেছে।
এদিন এই দুটি মাছ দেখতে পাইকারি বাজারে ভিড় উপচে পড়ে। অনেকে ভাবেন এটা বনদপ্তরের মাছ সে কারণে যত্ন সহকারে রাখা হয়। বনদপ্তরের কর্মীরা এলে তাঁদের হাতে মাছ দুটি দিয়ে দেওয়া হবে বলেও ব্যবসায়ীরা জানান। তবে এই মাছ বনদপ্তরের নয় বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ বলেন, এই মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা হয়। এই মাছের নাম ক্রোকোডাইল ফিস। এটি কোনও কারণে নদীতে হয়তো চলে এসেছে। এই মাছ খুব কম দেখা যায়। খাওয়া যায় না এই মাছ।