বাংলায় বাড়ছে দূষণ বিপদ, রুখতে ১৫ নজরদারি কেন্দ্র

কলকাতায় দূষণের মাত্রা খতিয়ে দেখতে অভিনব উদ্যোগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । গুরুত্বপূর্ণ পাঁচটি জায়গায় অটোমেটিক মনিটরিং স্টেশন বা স্বয়ংক্রিয় নজরদারি কেন্দ্র চালু করা হবে খুব শীঘ্রই । কলকাতায় ক্লাইমেট ট্রেন্ডস্ সংস্থার একটি অনুষ্ঠান হয় । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র জানান, সায়েন্স সিটি বিড়লা মিউজিয়াম সহ পাঁচটি জায়গায় কেন্দ্রগুলি গড়ে উঠবে। কোথায়

বাংলায় বাড়ছে দূষণ বিপদ, রুখতে ১৫ নজরদারি কেন্দ্র

কলকাতায় দূষণের মাত্রা খতিয়ে দেখতে অভিনব উদ্যোগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । গুরুত্বপূর্ণ পাঁচটি জায়গায় অটোমেটিক মনিটরিং স্টেশন বা স্বয়ংক্রিয় নজরদারি কেন্দ্র চালু করা হবে খুব শীঘ্রই । কলকাতায় ক্লাইমেট ট্রেন্ডস্ সংস্থার একটি অনুষ্ঠান হয় । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র জানান,

  • সায়েন্স সিটি
  • বিড়লা মিউজিয়াম সহ পাঁচটি জায়গায় কেন্দ্রগুলি গড়ে উঠবে।
  • কোথায় কত পরিমান দূষণ হচ্ছে ? তার উপর নজরদারি চালাবে এই কেন্দ্রগুলি।

ডঃ রুদ্র বলেন,

  • মার্চ মাসের মধ্যেই কেন্দ্রগুলি চালু করা হবে।
  • দ্বিতীয় পর্যায়ে আরও দশটি নজরদারি কেন্দ্র চালু করা হবে।
  • দূষণ সম্পর্কে যে কোন অভিযোগ জানাতে শীঘ্রই পর্যদের একটি টোল ফ্রি ফোন নম্বর চালু করা হবে ।
  • একটি কল সেন্টারের সঙ্গে যৌথভাবে এই কাজ হবে।
  • টোল ফ্রি নম্বরটিতে সবাই অভিযোগ জানাতে পারবেন।

কলকাতায় গত ৪৮ ঘণ্টায় দূষণের মাত্রা দাঁড়িয়েছে

  • মার্কিন কনস্যুলেটে ১১৭ ।
  • ভিক্টোরিয়া ৮২ ।
  • রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৩৯ ।
  • ঘুসুরি, হাওড়া ১৩৬ ।
  • পদ্মপুকুর ৯৩ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =