কলকাতায় দূষণের মাত্রা খতিয়ে দেখতে অভিনব উদ্যোগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । গুরুত্বপূর্ণ পাঁচটি জায়গায় অটোমেটিক মনিটরিং স্টেশন বা স্বয়ংক্রিয় নজরদারি কেন্দ্র চালু করা হবে খুব শীঘ্রই । কলকাতায় ক্লাইমেট ট্রেন্ডস্ সংস্থার একটি অনুষ্ঠান হয় । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র জানান,
- সায়েন্স সিটি
- বিড়লা মিউজিয়াম সহ পাঁচটি জায়গায় কেন্দ্রগুলি গড়ে উঠবে।
- কোথায় কত পরিমান দূষণ হচ্ছে ? তার উপর নজরদারি চালাবে এই কেন্দ্রগুলি।
ডঃ রুদ্র বলেন,
- মার্চ মাসের মধ্যেই কেন্দ্রগুলি চালু করা হবে।
- দ্বিতীয় পর্যায়ে আরও দশটি নজরদারি কেন্দ্র চালু করা হবে।
- দূষণ সম্পর্কে যে কোন অভিযোগ জানাতে শীঘ্রই পর্যদের একটি টোল ফ্রি ফোন নম্বর চালু করা হবে ।
- একটি কল সেন্টারের সঙ্গে যৌথভাবে এই কাজ হবে।
- টোল ফ্রি নম্বরটিতে সবাই অভিযোগ জানাতে পারবেন।
কলকাতায় গত ৪৮ ঘণ্টায় দূষণের মাত্রা দাঁড়িয়েছে
- মার্কিন কনস্যুলেটে ১১৭ ।
- ভিক্টোরিয়া ৮২ ।
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ১৩৯ ।
- ঘুসুরি, হাওড়া ১৩৬ ।
- পদ্মপুকুর ৯৩ ।