ধান খেতে পড়ে রয়েছে মরা হাতি, বাঁকুড়ার গ্রামে চাঞ্চল্য

ধান খেতে পড়ে রয়েছে মরা হাতি, বাঁকুড়ার গ্রামে চাঞ্চল্য

বাঁকুড়া: একটি পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার পাত্রসায়র এলাকায়। শুক্রবার সকালে পাত্রসায়র রেঞ্জ ও বিট এলাকার ময়রাপুর গ্রামের ধান জমির পাশ থেকে ওই হাতিটির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা৷ যার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় স্থানীয়রা বনদপ্তরে৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মী-আধিকারিকরা ও স্থানীয় থানার পুলিশ৷

 স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যাতেও ওই এলাকায় প্রায় ৮০ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছিল। গ্রামবাসীরা হাজারও চেষ্টা করেও দলমার ওই হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারেনি। ফলে চরম আতঙ্কের মধ্যেই ছিলেন তারা। এদিন সকালে ওই এলাকায় গিয়ে ধানজমির পাশেই হাতির মৃতদেহ দেখতে পেয়ে এলাকার মানুষ বনদপ্তরের খবর দেন। কিন্তু ঠিক কি কারণে এই হাতিটির মৃত্যু হয়েছে বিষয়টি স্পষ্ট নয়৷

সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের তারের কোনও বেড়াও দেখা যায়নি৷ তাহলে কিভাবে মৃত্যু? তদন্তে নেমে বন কর্তারা বলছেন, ‘‘হাতির দেহেব ময়নাতদন্ত করা হবে৷ সেই রিপোর্ট না আসা পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়৷’’ ঘটনাচক্রে যে হাতিকে এলাকা থেকে বিদায় করার জন্য বাসিন্দাদের মধ্যে এতদিন তৎপরতা দেখা যেত, সেই গ্রামবাসীদের মধ্যেএ এদিন দেখা গিয়েছে শোকের আবহ৷

তাঁরা বলছেন, একথা ঠিক বছর বছর হাতি এসে এলাকায় আমাদের অনেক ক্ষতি করে, ফসল নষ্ট করে৷ তা বলে কোনও মৃত্যুই তো কাম্য নয়৷ তাই খারাপ তো লাগবেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *