‘দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন’, দীনেশের পাশে দাঁড়িয়ে ফের সরব রাজীব

‘দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন’, দীনেশের পাশে দাঁড়িয়ে ফের সরব রাজীব

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: তৃণমূলে কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে আসছে, দীনেশ ত্রিবেদীর এই মন্তব্যকে কটাক্ষ করে শনিবার কুলপির সভা থেকে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বলেন, তৃণমূল দমবন্ধ হয়ে আসছে বলে বিজেপির আইসিইউতে গিয়ে ঢুকছে৷ এর কিছুঘণ্টার মধ্যে মুখ খুললেন একদা তৃণমূলে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়৷ বললেন, দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন৷ প্রকাশ্যে তারা কিছু বলতে পারছেন না। আগামী দিনে তাদের মধ্যেও প্রতিবাদের ভাষা থাকবে।”

দীনেশ ত্রীবেদীকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে রাজীব আরও বলেন,  “হতাশা থেকে বাধ্য হয়েই উনি রাজ্যসভার কক্ষে দাঁড়িয়ে ওই কথা বলেছেন। দলে অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন। আগামী দিনে প্রতিবাদের ভাষা তাদের মধ্যেও থাকবে।”এদিন মমতার কেন্দ্র সরকার বিরোধিতা নিয়ে রাজীব বলেন, “কেন্দ্র-রাজ্য যদি যৌথভাবে কাজ না করতে পারে তাহলে কোনও সার্বিক উন্নয়ন হয়না। শুধু ঝগড়া করলে রাজ্যের জন্য কেন্দ্রের কাছ থেকে বিশেষ সুবিধা অর্জন করা যাবেনা। রাজ্যের মানুষ এতে বঞ্চিত হয়েছেন। তাই আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার চাই। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনকাল, আর ৯ বছরের বর্তমান রাজ্য সরকার, বাংলার মানুষ এর পরিবর্তন চাইছেন। বাংলার মানুষ এবার সেই রায় দেবেন।” 

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “নতুন কেউ ঘরে প্রবেশ করলে ঘর গোছাতে একটু সময় লাগে। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বাংলায় পরিবর্তন সুনিশ্চিত করার জন্য যা যা করার দরকার করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =