সৈকত থেকে বালি চুরির অভিযোগে রণক্ষেত্র মন্দারমণি

সৈকত থেকে বালি চুরির অভিযোগে রণক্ষেত্র মন্দারমণি

মন্দারমণি: সমুদ্র সৈকত থেকে বালি চুরির অভিযোগ ছিলই৷ লক্ষ্মীবারে সেই বালি চুরি এবং তাঁর প্রতিরোধকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রর চেহারা নিল পর্যটন কেন্দ্র মন্দারমণির দাদনপাত্রবাড় এলাকা৷ হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্দারমণি উপকুল থানার পুলিশ। ঘটনায় বালিভর্তি একাধিক লরি আটক করেছে পুলিশ৷ বালি তোলার কাজে যুক্ত একটি জেসিবির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই একশ্রেণির বালি মাফিয়া লরি ও জেসিবি মেশিনের সাহায্যে মন্দারমণি সৈকতের দাদনপাত্রবাড়ের শেষপ্রান্ত থেকে বালি চুরি করছিলেন৷ এদিনও জেসিবি মেশিনের সাহায্যে বালি লরিতে তোলা হচ্ছিল। বালি তোলা হচ্ছে দেখে গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ করেন। এমনকী প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দা অমলেন্দু সামন্ত নামে এক ব্যাক্তি আহত হন। এরপরই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা বালি তোলার কাছে যুক্ত কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷

ঘটনার সময় জেসিবি মেশিনের এক মালিক হম্বিতম্বি  করলে স্থানীয়  গ্রামবাসীরা তাঁর উপর চড়াও হন এবং তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমণি উপকুল থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু করেন কয়েক’শ গ্রামবাসী। শেষ পর্যন্ত পুলিশ আশ্বাস দেয়৷ এলাকা থেকে আর  বালি তোলা হবে না৷ এরপরই উত্তেজিত গ্রামবাসীরা শান্ত হন৷ বালি মাফিয়াদের রুখতে এখন থেকে নিয়মিত মন্দারমণি সৈকতে হানা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =