সাত সাকালে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি

কলকাতা: ভোটের মুখে গুরুত্বপূর্ণ নথি খোয়ালেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়৷ বুধবার সকালে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে হানা দেয় এক দুষ্কৃতী৷ দু’মিনিটের মধ্যে একটি স্মার্ট ফোন ও একটি ব্যাগ হাতিয়ে নিয়ে সে চম্পট দিয়েছে বলে অভিযোগ৷ জানা গিয়েছে, ওই ব্যাগে কিছু জিনিস ও জরুরি কাগজপত্র ছিল৷ চুরির পরে লেক থানায় অভিযোগ দায়ের করে শীর্ষেন্দুবাবুর পরিবার৷

6b233bb4c32af38ddb63d9ab2c3c9435

সাত সাকালে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি

কলকাতা: ভোটের মুখে গুরুত্বপূর্ণ নথি খোয়ালেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়৷ বুধবার সকালে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে হানা দেয় এক দুষ্কৃতী৷ দু’মিনিটের মধ্যে একটি স্মার্ট ফোন ও একটি ব্যাগ হাতিয়ে নিয়ে সে চম্পট দিয়েছে বলে অভিযোগ৷

জানা গিয়েছে, ওই ব্যাগে কিছু জিনিস ও জরুরি কাগজপত্র ছিল৷ চুরির পরে লেক থানায় অভিযোগ দায়ের করে শীর্ষেন্দুবাবুর পরিবার৷ ঘটনাস্থল ঘুরে দেখে মামলা রুজু করেছে পুলিশ৷ চোরের ছবি ধরা পড়েছে বাড়ির ভিতরে লাগানো সিসি ক্যামেরায়৷ সেই ফুটেজও তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত  কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি৷

চুরির সময়ে বাড়িতে শীর্ষেন্দুবাবু ছাড়াও তাঁর স্ত্রী সোনামন ও মেয়ে দেবলীনা ছিলেন। শীর্ষেন্দুবাবুর পরিবার জানাচ্ছে, এমনিতে তাঁদের বাড়ির সদর দরজা বন্ধই থাকে। এ দিন সকালে বাড়ির বাইরে গাড়ি ধোয়ার কাজ করছিলেন এক জন। সেই কারণে দরজাটা খোলা ছিল। সেই সুযোগেই চোর ঢুকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *