উৎসবের মরশুমে চোরের দাপট থেকে রেহাই পেলেন না স্বয়ং দেবতাও

উৎসবের মরশুমে চোরের দাপট থেকে রেহাই পেলেন না স্বয়ং দেবতাও

বাঁকুড়া: উৎসবের মরশুমে চুরির হাত থেকে রেহাই পেলেন না স্বয়ং দেবতাও! প্রণামী বাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল তালডাংরার ভীমাড়া-কেশাতড়া শিলাবতী নদী সংলগ্ন মহাকালেশ্বর শিব মন্দিরে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, ভীমাড়া-কেশাতড়া গ্রাম সংলগ্ন শিলাবতী নদী তীরে এলাকার মানুষের দানে মহাকালেশ্বর শিব সহ বেশ কয়েকটি মন্দির তৈরি হয়েছে। মন্দিরে নিত্য পুজার ব্যবস্থা আছে। এর মাঝেই বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি মন্দির চত্বর পরিস্কার করতে গিয়ে দেখেন মহাকালেশ্বর শিব মন্দিরের প্রণামী বাক্সের তালা ভাঙা। ওই প্রণামী বাক্সে জমা থাকা নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে কেউ বা কারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

খবর পেয়ে সকালেই মন্দিরে হাজির হন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা৷ তাঁরা পুরো বিষয়টি লিখিত আকারে পুলিশকে জানিয়েছেন৷ স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র লায়েক বলেন, অন্যান্য দিনের মতো এদিন সকালেও মন্দির পরিস্কার করতে এসে দেখি প্রণামী বাক্সের তালা ভাঙা রয়েছে। বিষয়টি মন্দির পরিচালন কমিটিকে জানাই। তবে ঠিক কতো টাকা খোয়া গেছে, তা এখনই বলা সম্ভব নয় বলেই তিনি জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নেশাড়িদের উৎপাত বেড়েছে৷ বারংবার পুলিশকে জানিয়েও নেশাড়িদের দাপট বন্ধ করা যায়নি৷  তারই জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা৷ পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ সম্ভাব্য দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =