বিয়ের প্রস্তাব নাকচ হতেই যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন যুবক

কালনা: বিয়েতে প্রত্যাখ্যান। মন ভেঙে গিয়েছে প্রেমিকের। কত রকমের প্রতিক্রিয়া হতে পারে, আকছার শোনাও যায় সেসব। তা বলে ব্যর্থ হয়ে নিজের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করতে পারেন কেউ? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়েছেন বর্ধমানের গুপ্তিপাড়ার এক যুবক৷ জানা গিয়েছে, বিয়েবাড়িতে গিয়ে যুবকের ভালো লেগেছিল এক তরুণীকে৷ লাভ অ্যাট ফার্স্ট সাইট! তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব যায় এই যুবকের পক্ষ

বিয়ের প্রস্তাব নাকচ হতেই যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন যুবক

কালনা: বিয়েতে প্রত্যাখ্যান। মন ভেঙে গিয়েছে প্রেমিকের। কত রকমের প্রতিক্রিয়া হতে পারে, আকছার শোনাও যায় সেসব। তা বলে ব্যর্থ হয়ে নিজের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করতে পারেন কেউ? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়েছেন বর্ধমানের গুপ্তিপাড়ার এক যুবক৷
জানা গিয়েছে, বিয়েবাড়িতে গিয়ে যুবকের ভালো লেগেছিল এক তরুণীকে৷ লাভ অ্যাট ফার্স্ট সাইট! তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব যায় এই যুবকের পক্ষ থেকে। কিন্তু, প্রস্তাব নাকচ করে দেয় তরুণীর পরিবার। তাতে ভেঙে পড়েন হুগলির গুপ্তিপাড়ার টেংরিপাড়ার বাসিন্দা ২৫ বছরের সোমনাথ সাহা। নিজের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে দেন তিনি। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত গুরুতর হওয়ায় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমনাথ স্বীকার করেছেন, ওই তরুণীর জন্য এমনটা করেছেন। মনোবিদরা বলছেন, এটা এক ধরনের মনোবিকারই বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =