জুয়ার বখরা নিয়ে বচসা, ইটে মাথা থেঁতলে খুন যুবককে

কলকাতা: পার্কের নর্দমায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার টালা এলাকায়। মঙ্গলবার সকালে আব্দুল আব্বাস ওরফে পাপ্পুকে (৩৫) মৃত অবস্থায় উদ্ধার করে পুলিস। মাথা ইট দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। জুয়ার টাকার বখরা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে জেনেছেন তদন্তকারী অফিসাররা। পুলিস ও স্থানীয় সূত্রে

জুয়ার বখরা নিয়ে বচসা, ইটে মাথা থেঁতলে খুন যুবককে

কলকাতা: পার্কের নর্দমায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার টালা এলাকায়। মঙ্গলবার সকালে আব্দুল আব্বাস ওরফে পাপ্পুকে (৩৫) মৃত অবস্থায় উদ্ধার করে পুলিস। মাথা ইট দিয়ে থেঁতলে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। জুয়ার টাকার বখরা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে জেনেছেন তদন্তকারী অফিসাররা।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল আব্বাস টালা থানা এলাকার খিলাত বাবু লেনের বাসিন্দা। তিনি রেডিমেড পোশাকের ব্যবসা করেন। খিদিরপুরে একটি দোকানও রয়েছে তাঁর। সোমবার রাতে পার্টি করবেন বলে ঠিক করেন আব্দুল। বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলে ঠিক হয়, খিলাত বাবু লেনের কাছে স্থানীয় যে পার্ক রয়েছে, সেখানেই মদ্যপানের আসর বসবে রাতে। সেই মতো রাত দশটা নাগাদ তিনি চার বন্ধুকে নিয়ে হাজির হন ওই জায়গায়। পার্কের মধ্যে অন্ধকার এলাকা রয়েছে। সেখানে সকলে মিলে মদ্যপান শুরু করেন। এই সময় জুয়ার টাকা ভাগ নিয়ে আব্দুলের সঙ্গে তাঁর বন্ধুদের গোলমাল বেঁধে যায়। তর্কাতর্কি থেকে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। মদ্যপ যুবকরা আব্দুলের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে মাটিতে উপুড় করে ফেলে মারতে শুরু করে অভিযুক্তরা। পার্কের ভিতরে থাকা ইঁট তুলে নিয়ে এসে আচমকাই সকলে মিলে মাথায় মারতে শুরু করে। মাথা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। তাতেই তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =